Homeসব খবরক্রিকেটআশরাফুল আমার ছোট ভাই, আশা করি ব্যাপারটা এখানেই শেষ...

আশরাফুল আমার ছোট ভাই, আশা করি ব্যাপারটা এখানেই শেষ হবে : নান্নু

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি এক সাক্ষাৎকারকে ঘিরে আশরাফুলকে আক্র’মণ করে বসেন নান্নু। আজ বুধবার (৫ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশরাফুল ইস্যুতে মুখ খুলেছেন নান্নু।

আশরাফুল প্রসঙ্গে তিনি বলেন, আশরাফুল আমার ছোট ভাই। ওকে আমি ক্রিকেটে পরিচয় করিয়েছি। তাই এই ব্যাপারটি নিয়ে বেশি আলোচনার দরকার নেই। আশা করি ব্যাপারটা এখানেই শেষ হবে। তিনি আরও বলেন, ক্রিকেটারদের ক্রিকেটারের মত থাকা উচিত। পলিসি ম্যাকিং করা তো তার কাজ নয়। তাই যার যা ক্ষেত্র সেখানেই সীমাবদ্ধ থাকা উচিত।

নির্বাচক প্যানেলের সদস্যদের মেয়াদ ৩ থেকে ৪ বছর হলে ভালো হতো বলে মন্তব্য করেছিলেন আশরাফুল। আশরাফুলের এমন মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করে তাকে দেশদ্রো’হী ও ফি’ক্সার বলে আ’ক্রমণ করেন নান্নু।তিনি বলেন, অস্ট্রেলিয়ার একজন প্রধান নির্বাচক কত বছর কাজ করেছে সেটি বোধহয় আশরাফুলের ধারণা নেই। প্রায় ৯ থেকে ১২ বছর একনাগারে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়া কি ক্রিকেট থেকে পিছিয়ে গেছে?

আশরাফুলের বক্তব্যের পর তাকে সরাসরি আ’ক্রমণ করে বসেন নান্নু। তিনি বলেন, যেসব খেলোয়াড় দেশদ্রো’হী হয়ে ম্যাচ ফি’ক্সিংয়ে জড়িয়ে নি’ষিদ্ধ হয়, ওদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করা কঠিন।

Advertisement