Homeসব খবরবিনোদনআলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই : ফেরদৌস

আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই : ফেরদৌস

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করেন। অন্য সংসদ সদস্যের মতো চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌসও যোগ দেন এ অধিবেশনে। সামাজিকমাধ্যমে নিজেই দিয়েছেন সে খবর।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।

নির্বাচনের পর জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে গিয়ে ফেরদৌস বলেন, ‌জীবনের নতুন অধ্যায়, আমি খুব নার্ভাস।

অধিবেশন শেষে উপস্থিত সাংবাদিকদের এই অভিনেতা বলেন, মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সংসদে তুলে ধরব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার।

Advertisement