Homeফুটবলআরবি ভাষাকে ফিফার অফিসিয়াল ভাষা করার প্রস্তাব!

আরবি ভাষাকে ফিফার অফিসিয়াল ভাষা করার প্রস্তাব!

আরবি ভাষাকে ফিফার অফিসিয়াল ভাষা করার প্রস্তাব করবেন বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা)-এর সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। গত শনিবার (১৮ ডিসেম্বর) কাতারের অনুষ্ঠিত ফিফা আরব কাপের উদ্বোধনের চূড়ান্ত পর্বের সময় এ তথ্য জানানো হয়। ফিফার ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

কাতারের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য প্যানিনসুলা এক প্রতিবেদনে জানায়, প্রতি বছর ১৮ ডিসেম্বর ইনেসকো ঘোষিত আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে। একই দিন ফিফা আরব কাপ কাতার ২০২১ এর উদ্বোধনী পর্বের সমাপ্তি দিন ছিল।

আরবি ভাষায় আরববিশ্বের ২০টি দেশসহ সারাবিশ্বের ৪০০ মিলিয়নের বেশি মানুষ কথা বলেন। ইতিহাস-ঐতিহ্য ও সভ্যতা সংস্কৃতির আদানপ্রদানের প্রধান মাধ্যম হিসেবে তা ব্যবহৃত হয়। এরই স্বীকৃতি হিসেবে আরবিকে ফিফার অফিসিয়াল ভাষার করার প্রস্তাব দেওয়া হয়।

ফিফা আরব কাপের আয়োজক দেশ কাতার ও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (এমইএনএ) দেশগুলোর মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর ফিফার সভাপতির কাছে এ প্রস্তাব দেওয়া হয়। প্রথম বারের মতো এবারের আরব কাপ ও ঐক্য উদযাপনে মধ্যপ্রাচ্য ও আরববিশ্বের ২৩টি দেশ অংশ নিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ফিফার অফিসিয়াল ছয়টি ভাষা আছে। ইংরেজি, ফরাসি, জার্মান ও স্পেনিশ। এবারই প্রথম আরবিকেও এর অফিসিয়াল ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

সূত্র: ফিফা ডটকম, কালের কণ্ঠ অনলাইন।

Advertisement