Homeসব খবরবিনোদনআরও কাজ করতে চাই : ভাবনা

আরও কাজ করতে চাই : ভাবনা

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিনীত একটি সিরিজ। আসছে আরও বেশ কিছু কাজ। আগামী মাসেই শুরু করবেন নতুন একটি সিনেমার শুটিং। অভিনয়ের পাশাপাশি করেন লেখালেখি ও আঁকাআঁকিও। নিজেকে ব্যস্ত রাখতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী।

ভাবনা বলেন, ওটিটি সিরিজ ‘ওভারট্রাম্প’-এর প্রমোশনে চট্টগ্রাম এসেছি। দুদিন আগেই সিরিজটি মুক্তি পেয়েছে। চিটাগাংয়ের দর্শকদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে এসেছি। সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে, এটা ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। সিরিজটি দেখলে সবার ভালো লাগবে। এটি একটি বিনোদনমূলক কাজ। অনেক ভালো ভালো অভিনয়শিল্পী কাজ করেছেন এখানে। এ কারণে সবাই প্রশংসা করছে। আমার চরিত্রের নাম ‘রমা’। সবাই ফেসবুক, ইনস্টাগ্রামে ট্যাগ করে ছবি দিচ্ছে। প্রশংসা করছে। ভালো লাগছে।

তিনি আরও বলেন, ওটিটি নিয়ে আমি একটা জিনিস চাই, সেটা হলো- সব শিল্পী যেন সমানভাবে কাজের সুযোগ পান। কাজের সুষম বণ্টন হোক- এই প্রত্যাশা রাখি। আমাদের দেশে অনেক গুণী অভিনয়শিল্পী আছেন। তারা কত ভালো, সেটা প্রমাণের সুযোগ করে দেয়া হোক। নাটকে যারা নিয়মিত, তারা যে কষ্ট করছেন না, তা নয়, সেটা হয়তো আলোচনা কম হচ্ছে, ওটিটি সেই আলোচনা তৈরি করতে পারবে। এমন অনেক অভিনয়শিল্পী আছেন যাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাইনি। তাদের কাজে লাগালে ওটিটি আরও ভালো করবে। একজন অনেক কাজ করে, আরেকজন কাজই পাচ্ছে না- এমন যেন না হয়।

অভিনয়, নাচ, লেখালেখি, আঁকাআঁকি বিষয়ে ভাবনা বলেন, আমার মনে হয় আমি খুব অলস। এই আলসেমি কাটিয়ে আরও কিছু কাজ করতে চাই। প্রত্যেকদিন আমি ভাবি জীবন খুবই সংক্ষিপ্ত। আমাকে অনেক কাজ করতে হবে। যেটা আমার পছন্দ, সেটা আমি করি। ছবি আঁকার বিষয়টি আমি আসলে জানি না, আমি কখনো আঁকা শিখিনি। তবে ছবি এঁকে আমি আরাম পাই। বাসায় থাকি বা শুটিংয়ে থাকি, যখনই ছবি আঁকার খুব ইচ্ছে হয়, তখনই ছবিটা এঁকে ফেলি। সেটা হোক মধ্যরাত। সারা দিনের ক্লান্তি, ব্যস্ততার মধ্যেও ছবি এঁকে আমি খুব আনন্দ পাই।

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিনীত একটি সিরিজ। আসছে আরও বেশ কিছু কাজ। আগামী মাসেই শুরু করবেন নতুন একটি সিনেমার শুটিং। অভিনয়ের পাশাপাশি করেন লেখালেখি ও আঁকাআঁকিও। নিজেকে ব্যস্ত রাখতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী।

ভাবনা বলেন, ওটিটি সিরিজ ‘ওভারট্রাম্প’-এর প্রমোশনে চট্টগ্রাম এসেছি। দুদিন আগেই সিরিজটি মুক্তি পেয়েছে। চিটাগাংয়ের দর্শকদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে এসেছি। সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে, এটা ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। সিরিজটি দেখলে সবার ভালো লাগবে। এটি একটি বিনোদনমূলক কাজ। অনেক ভালো ভালো অভিনয়শিল্পী কাজ করেছেন এখানে। এ কারণে সবাই প্রশংসা করছে। আমার চরিত্রের নাম ‘রমা’। সবাই ফেসবুক, ইনস্টাগ্রামে ট্যাগ করে ছবি দিচ্ছে। প্রশংসা করছে। ভালো লাগছে।

তিনি আরও বলেন, ওটিটি নিয়ে আমি একটা জিনিস চাই, সেটা হলো- সব শিল্পী যেন সমানভাবে কাজের সুযোগ পান। কাজের সুষম বণ্টন হোক- এই প্রত্যাশা রাখি। আমাদের দেশে অনেক গুণী অভিনয়শিল্পী আছেন। তারা কত ভালো, সেটা প্রমাণের সুযোগ করে দেয়া হোক। নাটকে যারা নিয়মিত, তারা যে কষ্ট করছেন না, তা নয়, সেটা হয়তো আলোচনা কম হচ্ছে, ওটিটি সেই আলোচনা তৈরি করতে পারবে। এমন অনেক অভিনয়শিল্পী আছেন যাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাইনি। তাদের কাজে লাগালে ওটিটি আরও ভালো করবে। একজন অনেক কাজ করে, আরেকজন কাজই পাচ্ছে না- এমন যেন না হয়।

অভিনয়, নাচ, লেখালেখি, আঁকাআঁকি বিষয়ে ভাবনা বলেন, আমার মনে হয় আমি খুব অলস। এই আলসেমি কাটিয়ে আরও কিছু কাজ করতে চাই। প্রত্যেকদিন আমি ভাবি জীবন খুবই সংক্ষিপ্ত। আমাকে অনেক কাজ করতে হবে। যেটা আমার পছন্দ, সেটা আমি করি। ছবি আঁকার বিষয়টি আমি আসলে জানি না, আমি কখনো আঁকা শিখিনি। তবে ছবি এঁকে আমি আরাম পাই। বাসায় থাকি বা শুটিংয়ে থাকি, যখনই ছবি আঁকার খুব ইচ্ছে হয়, তখনই ছবিটা এঁকে ফেলি। সেটা হোক মধ্যরাত। সারা দিনের ক্লান্তি, ব্যস্ততার মধ্যেও ছবি এঁকে আমি খুব আনন্দ পাই।

Advertisement