Homeসব খবরবিনোদনআমেরিকায় দুই মাসের অবকাশ, ফিরেই শুটিংয়ে ব্যস্ত আবুল হায়াত

আমেরিকায় দুই মাসের অবকাশ, ফিরেই শুটিংয়ে ব্যস্ত আবুল হায়াত

সম্প্রতি আবুল হায়াত দেশে ফিরেছেন। ফিরেই অভিনয় করলেন বিজয় দিবসের একটি নাটকে। অরুণ চৌধুরী পরিচালিত নাটকটির নাম ‘স্মার্ট বাড়ি’। ঢাকাতেই হয়েছে এ নাটকের শুটিং। অভিনেতা বললেন, ‘দেশে ফেরার পরই নাটকটির স্ক্রিপ্ট হাতে আসে। পড়ে ভালো লাগে। গল্পটা দারুণ। যেখানে দেশপ্রেম এবং মূল্যবোধের বিষয়টি উঠে এসেছে। অভিনয় করেও প্রশান্তি পেয়েছি।’

এদিকে ‘ফ্যামিলি ডিসটেন্স’ নামের একটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন আবুল হায়াত। নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এ ধারাবাহিকের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এতে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছেন ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরী আলমসহ অনেকেই।

ধারাবাহিকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে নাটকে নিয়মিত কাজ করা হয় না। সিনিয়র শিল্পীদের কাজ করার সুযোগই কম থাকে। এর পরও কেউ কেউ ভীষণ আগ্রহ নিয়ে গল্পে আমাদের চরিত্র সৃষ্টি করে যখন নাটক নির্মাণ করে তখন অভিনয় করি। এ ধারাবাহিক নাটকের গল্প বলা যায় আমার চরিত্রটিকে কেন্দ্র করেই।’

প্রসঙ্গত, দেশের গুণী অভিনেতা আবুল হায়াত দেশে ছিলেন না প্রায় দুই মাস। ওই সময়ে তিনি স্ত্রী শিরিনা হায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরে বেড়িয়েছেন। শুধু যে ঘুরে বেড়িয়েছেন তা নয়, যুক্তরাষ্ট্রে কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত সেই বিজ্ঞাপন ও নাটকগুলো শিগগিরই দেশের কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।

Advertisement