Homeসব খবরক্রিকেটআমার মনে হয় উইকেটটা বেশি বাজে ছিলো : মমিনুল...

আমার মনে হয় উইকেটটা বেশি বাজে ছিলো : মমিনুল হক

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হারের পর ঢাকা টেস্টে সুযোগ ছিল ড্র করার। ঢাকা টেস্টে পাঁচ দিনের মধ্যে দুই দিন ভেসে যায় বৃষ্টিতে। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে সংগ্রহ করেছে ৩০০ রান সেখানে দুইবার ব্যাট করে ২০ উইকেট হারিয়ে ৩০০ রান করতে পারেনি বাংলাদেশ।

যার ফলে ইনিংস ব্যবধানে ঢাকা টেস্ট হারতে হয়েছে বাংলাদেশকে। যার অনেকটাই দায়ী বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টি পর টেস্ট ক্রিকেটেও ব্যর্থতার বেড়াজালের মধ্যে রয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান।

যদিও দ্বিতীয় ইনিংসে মুশফিক লিটন এবং সাকিবের প্রতিরোধে কিছুটা হলেও আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশে যদি প্রথম ইনিংসে কিছুটা বেশি রান করতে পারতো তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারত। তবে ম্যাচ শেষে উইকেট কে বাজে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক।

তিনি বলেন, “প্রথম ইনিংসের কথা যদি বলেন, দেখেন আমার আউটটা সিলি মিসটেক ছিলো, আমার হয়তো তাড়াহুড়ো করে রান নেওয়া উচিত হয়নি। কিন্তু সবাই মারতে গিয়ে আউট হয়নি। কারণ ওই উইকেটে মুশফিক ও লিটনকে সমর্থন করবো”।

“কারণ তখন উইকেটে বল ঘুরছিলো অনেক। ওই উইকেটে ওরা যে টার্গেটটা নিয়েছিলো যেমন মুশফিক ভাই স্কয়ার অব দ্যা উইকেটে মেরেছিলো দুর্ভাগ্যবশত সংযোগ হয় নাই। আসলে এসব উইকেটে বেশি রক্ষণাত্মক খেললে কঠিন হয়ে যায়। আমার মনে হয় উইকেটটা বেশি বাজে ছিলো। ওই সময় এসব রান না নেয়াটা বেটার”।

Advertisement