Homeসব খবরবিনোদনআমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে : পরীমণি

আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে : পরীমণি

সোমাবার (১৩ মার্চ) পরী নিজের ফেসবুকে রাজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’

সামাজিক মাধ্যমে পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে বেশকিছু বই।

বছরের শুরুতেই স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বছর শুরুর দিনগুলিতে সম্পর্ক নিয়ে ঝড়ঝাপটা কম যায়নি তাদের। একটা সময় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গে চুটিয়ে সংসার করছেন এ অভিনেত্রী। এবার স্বামী শরীফুল রাজকে নিয়ে নতুন বার্তা দিলেন পরী।

Advertisement