Homeসব খবরবিনোদন‘আমাদের প্রেমই হয়েছে জঙ্গলে’

‘আমাদের প্রেমই হয়েছে জঙ্গলে’

‘কখন যে প্রেমে পড়েছি টেরই পাইনি। পরে ভেবে দেখেছি, আমরা আসলে ঘুরতে ঘুরতে প্রেমে পড়েছি। আর সেটা বন-জঙ্গলে।’ ঠিক এভাবেই বন্ধু ও প্রযোজক আবু সাঈদ রানার প্রেমে পড়ার ইঙ্গিতটা দিলেন মৌসমী হামিদ। এই অভিনেত্রী মাত্রই গায়েহলুদ সেরেছেন। আজ (১২ জানুয়ারি) তাঁদের প্রেম বিয়েতে পরিণতি পাচ্ছে।

মৌসুমীর ভাষ্য, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে ও মাস্টার্স করেছে। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেমটা হয়েছে জঙ্গলে। আরেকটা বিষয় ওর ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, তা নিজেরাও টের পাইনি।’

রানার সঙ্গে মৌসুমীর পরিচয় বছর তিনেক আগে। একটি ওয়েব সিরিজের কাজ করতে গিয়ে। সেই ঘটনা টেনে অভিনেত্রী বলেন, ‘‘২০২১ সালে গোলাম সোহরাব দোদুলের একটি ওয়েব সিরিজের সুবাদে তার সঙ্গে আমার পরিচয়। সেসময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শঙ্খ দাশগুপ্তের সাত পর্বের ওয়েব সিরিজ ‘গুটি’র গল্পকার হিসেবেও কাজ করেছে রানা। কাজের সুবাদে আমাদের মধ্যে প্রেমও হয়ে যায়।’

ভালোবাসার আনুষ্ঠানিক প্রস্তাবটা আসলে কেউ দেয়নি বলে জানান মৌসুমী। তাঁর ভাষায়, ‘আসলে দুজনের অজান্তেই আমাদের সম্পর্কটা হয়েছে। আমারা কি কেউ কাউকে প্রস্তাব দিয়েছি? মনে নেই। মনে হয়, এখন পর্যন্ত ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি!’

ফেব্রুয়ারিতে বিয়ের কথা ছিল মৌসুমীর। তবে অনেকটা তড়িঘড়ি করে চলতি মাসেই সাড়া হচ্ছে এটা। এর কারণ জানতে চাইলে এই লাক্স তারকা বললেন, ‘গতকাল ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। আমি চেয়েছিলাম, আগামী ফেব্রুয়ারি বা মার্চে সবাইকে জানিয়ে ধুমধাম করে একটা আয়োজন করব। কিন্তু গতকাল কাছের মানুষজনই আমার সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে।’

Advertisement