Homeসব খবরজেলার খবরআমন ধানের বাম্পার ফলনে খুশি দিনাজপুরের চাষিরা

আমন ধানের বাম্পার ফলনে খুশি দিনাজপুরের চাষিরা

এ মৌসুমে উপজেলায় ২৩৪৯০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আমন ধানের বাম্পার ফলনে খুশি দিনাজপুরের চাষিরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় এবার দিনাজপুরের চিরিরবন্দরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কিছুদিন পরই ধান ঘরে তুলবেন কৃষকরা। আশা করছেন, বাজারে ভালো দাম পেলে স্বপ্ন শতভাগ পূর্ণ হবে।

জানা গেছে, ইতোমধ্যে ২২৯৫৫ হেক্টর জমিতে উফশী, ২১০ হেক্টর জমিতে স্থানীয় ও ৩২৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের রোপা আমন চাষ হয়েছে। এছাড়া ১০৫৭ হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধান চাষ হয়েছে। আর এক মাসের মধ্যেই কৃষক আমন ঘরে তুলতে পারবেন বলে আশাকরা হচ্ছে।

ক’রোনার সময় থেকে কৃষকদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা । আমন ধান নির্বিঘ্নে ঘরে তুলতে লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক সেবা, আলোকফাঁদ, সান্ধ্যকালীন ভিডিও প্রর্দশন, উঠান বৈঠক, দলীয় আলোচনা, সচেতনতামূলক আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উদ্ধুদ্ধ করছেন তারা।

দক্ষিণ ফতেজংপুর গ্রামের ধানচাষি রিয়াজ উদ্দীন জানান, গতবার বোরো মৌসুমে ১৪ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এবার পুরো ১৯ বিঘা জমিতে আমন চাষ করেছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে এবং আল্লাহর রহমতে এ ফসল ফলানো সম্ভব হয়েছে।

Advertisement