Homeসব খবরবিনোদনআবারো নতুন গান বেঁধেছেন ‘বাদামকাকু’ ভুবন

আবারো নতুন গান বেঁধেছেন ‘বাদামকাকু’ ভুবন

গোটা ভুবন এখন ভুবনেই মত্ত। বীরভূমের বাদামকাকুর উপস্থিতি এখন ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের গানের জাদুতে বুঁদ আট থেকে আশি!
দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তার বাদাম গানে নাচতে ব্যস্ত।

মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেঁচতেন! রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। ভুবনের জীবনেও এসেছে বিপুল পরিবর্তন। কালো রঙের ঝলমলে ব্লেজারে এখন তিনি রকস্টার।

কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইটক্লাবে পারফর্ম করলেন ভুবন। আর তার সেই কাঁচা বাদামের ছন্দে কোমর দোলালেন টলিপাড়ার তারকারাও। ভুবন বুঝিয়ে দিলেন, গোটা দুনিয়া তার কাঁচা বাদামেই আটকে রয়েছেন! তবে তিনি এখানেই থেমে থাকছেন না।

‘জয় রাধে’ বলে আবারো গান বাঁধতে ব্যস্ত। যা তিনি ভারতীয় এক সংবাদমাধ্যমে শুনিয়েছেন।

” বীরভুমিতে বাড়ি আমার, নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন

শিল্পী হতে চাই গো বুবু, জানাই গো প্রনাম,

বাদাম, বাদাম বুবু কাঁচা বাদাম

আমার কাছে নাই চাচা ভাঁজা বাদাম। ” –এমনই কথায় নতুন গান বেঁধেছেন ‘বাদামকাকু’ ভুবন।

ভুবন বলেছেন, তিনি আর বাদাম বেঁচবেন না। লোকজনের ভালবাসায় এখন তিনি সেলিব্রিটি। এবার থেকে গানই গাইবেন। একের পর এক গান বাঁধবেন আর সেই গানেই মানুষের মন জিতে নেবেন। কাঁচা বাদামের পর নতুন গানও তৈরি ভুবনের। তার আশা, মানুষের ভালবাসায় এই গানটিও একইরকমভাবে জনপ্রিয় হবে।

শুক্রবার ভুবনের গান শুনতে পাঁচতারা হোটেল হাজির হয়েছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ভুবনকে পাশে পেয়ে কাঁচা বাদামের সুরে নেচেও ওঠেন তিনি। বাদ পড়েননি ছোটপর্দার চেনা মুখ নীল ভট্টাচার্যও। ভুবনকে মধ্যমণি বানিয়ে ভাইরাল হওয়া নাচের কায়দায় তুমুল নাচলেন তারকারা। ভুবনও দিলেন সঙ্গ। আর নাচ শেষ হতেই ভুবনের মুখে ‘জয় রাধে’!

Advertisement