Homeসব খবরক্রিকেটআফগানিস্তানের বিপক্ষে নিজের ন্যাচারাল খেলা খেলতে চান মাহমুদুল হাসান...

আফগানিস্তানের বিপক্ষে নিজের ন্যাচারাল খেলা খেলতে চান মাহমুদুল হাসান জয়

এবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মত বিশ্বমানের সেরা বোলারদের বিপক্ষে ৭৮ রানের এক অসাধারণ ইনিংস খেলে নজর কেড়েছেন মাহমুদুল হাসান জয়।

এবারের বিপিএলের আসরেও ভালো করেছেন তিনি। এরই মধ্যে ৯ ম্যাচে ২২৭ রানও করেছেন। কেমন লাগছে এত অল্প সময়ের ব্যবধানে টেস্টের পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে? মাহমুদুল হাসান জয়ের জবাব, “আমি অবশ্যই খুব খুশি। টেস্টের পর ওয়ানডেতেও সুযোগ পেয়েছি। সাদা আর লাল বল টোটালি ডিফারেন্ট। চেষ্টা করবো যে তিনটি ওয়ানডে আছে, তাতে কিভাবে আমি আমার যে ন্যাচারাল গেম আছে তা খেলতে।”

প্রতিপক্ষ আফগানিস্তানকে এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম ভাল দল বলে অভিহিত করে জয় বলেন, “আফগানিস্তান এখন একটা ভাল দল। তাদের টপ কোয়ালিটির স্পিনার আছে।” তবে নিজ দলকে নিয়েও তার প্রত্যাশা কম নয়। আমরা যদি আমাদের টপ পারফরমেন্স করতে পারি, ‘তাহলে আমরাও ভাল কিছু করবো।”

Advertisement