Homeসব খবরক্রিকেটআজ বিপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল

আজ বিপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল

আজ অপেক্ষার প্রহর শেষে বিপিএলের অষ্টম আসরের ফাইনাল। অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো শিরোপা হাতছানি দিচ্ছে বরিশালকে। অপরদিকে তৃতীয় শিরোপার প্রত্যাশায় মাঠে নামতে যাচ্ছে কুমিল্লা। দুই দলের চলতি বিপিএলের পরিসংখ্যান বেশ এগিয়ে রাখছে বরিশালকে। কারণ নিজেদের এখন পর্যন্ত তিন দেখায় দুইবার জয় নিয়ে মাঠ ছেড়েছে বরিশাল। দুই দলের শেষ ম্যাচটিতে জয় পেয়েছিল সাকিব আল হাসানের দল।

ইনফর্ম সাকিবের নেতৃত্বগুণ হতে পারে বড় বাধা, বলছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। অন্যদিকে, ব্যাটিং-বোলিংয়ে ভালো দিন পার করতে চায় বরিশাল। ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে বেশিরভাগ তারকা।কুমিল্লার সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা স্বপ্ন দেখাচ্ছে। ফর্মের তুঙ্গে রয়েছেন সুনিল নারাইন, মঈন আলি, ফাফ ডু প্লেসি। পাশাপাশি কুমিল্লার শক্তিমত্তা বাড়িয়ে দিচ্ছে মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলামের মতো নির্ভরযোগ্য বোলারদের নিয়ে গড়া বোলিং ইউনিট।

বরিশালও পিছিয়ে নেই। সাকিব আল হাসান, মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলদের মত ব্যাটারদের পাশাপাশি তাদের রয়েছে মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, আলজারি জোসেফকে নিয়ে গড়া বোলিং লাইন আপ। বিপিএলের শেষ স্মৃতি রাঙিয়ে রাখার মহা-আয়োজন। সোনালি ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোসেশনের জন্য প্রস্তুত মিরপুরের হোম অব ক্রিকেট। তবে সব আকষর্ণ ভেস্তে গেছে সাকিবে জন্য। ম্যাচের আগের দিন জিম করলেও, অসুস্থতার কারণে আসতে পারেননি ফটোসেশন অথবা অনুশীলন।

ম্যাচের আগের দিন চাপ নেয়নি দুই দলই। একাদশে থাকা বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে বরিশাল। কুমিল্লার একাদশে থাকবেন এমন একজনই শুধু অনুশীলন করেছেন। বড় মঞ্চে ভাল কিছু করতে ঘাম ঝড়িয়েছেন জয়। প্রতিপক্ষে একে অপরকে চেনা জানা আছে ভাল করেই। তিনবারের মুখোমুখিতে দুই জয়ও পেয়েছে ফরচুন বরিশাল। শিরোপার পথে কুমিল্লার বড় বাধা হতে পারে, সাকিব। শুধু ব্যাট বল হাতের দুর্দান্ত সাকিব নয়, অধিনায়ক সাকিবেও ভয় আছে ইমরুলের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সরে অধিনায়ক ইমরুল কায়েস বলনে, সাকিবের দলের বড় শক্তি স্পিন অ্যাটাক, কম রান করেও প্রতিপক্ষকে বেধে ফেলায় মুনশিয়ান দেখিয়েছে। মুজিব-সাকিবের সাথে পার্টটাইমার গেইল, শান্তরা দুর্দান্ত। অন্যদিকে, ব্যাটিং লাইন আটে ভয়ংকর কুমিল্লা। লিটন, জয়, নারিন, ডু প্লেসি, মইন আলীরা আসর জুড়ে ধারাবাহিক। এগিয়ে থাকা না থাকা নিয়ে ভাবতে চাননা ইমরুল।

Advertisement