Homeসব খবরক্রিকেটআগের চেয়ে খেলা এখন ভালো বুঝি : লিটন দাস

আগের চেয়ে খেলা এখন ভালো বুঝি : লিটন দাস

এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি।সর্বশেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকয়টি থেকে জয়লাভ করেছিল বাংলাদেশ। কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় নিউজিল্যান্ডে। তবে ঘরের মাঠে বাংলাদেশকেই সেরা মানছেন লিটন। বিশেষ করে ঘরের মাঠে সাদা বলে অপ্রতিরোধ্য বাংলাদেশ।

“আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে হোম কন্ডিশনে, হোম অব ক্রিকেটে যখন খেলি, আমরা অনেক ভালো দল। সত্যি বলতে, এখনকার যারা ক্রিকেটার আছে, সবাই পরিণত হচ্ছে আস্তে আস্তে এবং অনেকে পরিণত হয়ে গেছে। এখন যার যার ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। দলে যার যা ভূমিকা আছে, সবাই বাস্তবায়ন করতে পারলে, যে কোনো দলকে হারানো সম্ভব।”

“শ্রীলঙ্কা আমাদের সমমানের দল, সাদা বলের ক্রিকেটে ভালোই খেলে। আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে, খেলাটাকে নিজের করার জন্য সেভাবেই প্রস্তুত হতে হবে। তাহলে সফল হওয়ার ভালো সুযোগ থাকবে।” ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং নিউজিল্যান্ড সিরিজে ব্যাটে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে রানে ফিরিয়ে ছিলেন তিনি। তবে এখন আগের থেকে অনেক পরিণত লিটন দাস।

“নিজের খেলা এখন আগের চেয়ে ভালো বুঝি। নিয়মিত যে জিনিসটি আমি ধরে রাখি, এখন অনুশীলন করছি, সেটা হচ্ছে, সাদা বলের ক্রিকেটে যেহেতু ওপেন করি, নতুন বল আমার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভার যদি খেলে নিতে পারি, তারপর আমার জন্য কাজটা সহজ হয়ে যায় এবং আমি বড় ইনিংস খেলতে পারি। এটা জিম্বাবুয়ের বিপক্ষে উপলব্ধি করেছি। এটা অনেক আত্মবিশ্বাস দেয়।”

“অনুশীলনে একটা ব্যাপারই থাকে, আমাকে নতুন বলের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেটাই করছি। ১০ ওভার সফল হলে, ১৫ থেকে ৪০ ওভার আমার জন্য খুবই সহজ। আমি জানি আমার সামর্থ্য কতটা। গত দুই দিন রায়ান কুকের (ফিল্ডিং কোচ) সঙ্গে কাজ করলাম লং হিট করা নিয়ে। নতুন কিছু নিয়ে কাজ করছি।”

Advertisement