Homeসব খবরক্রিকেটআগামীকাল বাংলাদেশ কি পারবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে...

আগামীকাল বাংলাদেশ কি পারবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়তে?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জয়ের পথে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০১-০২ সালে সর্বপ্রথম দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ।

খাতা-কলম নিয়ে আপনি যেভাবেই হিসাব করতে বসেন না কেন! ওই সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর ২০০৭-০৮ মৌসুমে ২-০, ২০০৯-১০ মৌসুমে ১-০, ২০১৭-১৮ মৌসুমে ২-০, যদিও ওই সিরিজে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণে সেই টেস্ট ম্যাচ হারতে হয় টাইগারদের।

সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমেও ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। শুধু টেস্ট সিরিজ নয় এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে কোন ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। তাইতো বাংলাদেশের সামনে এখন ইতিহাস ছোঁয়ার হাতছানি। সেটিও আবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে।

গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। আগামীকাল (বুধবার) নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে নতুন ইতিহাস রচনা করবে টাইগাররা। সর্বশেষ ২০১৭ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরে ছিল নিউজিল্যান্ড।

ওই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ১৫ টি টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। যার মধ্যে ১২টি ম্যাচে জয়লাভ করেছে নিউজিল্যান্ড এবং তিনটি ম্যাচ হয়েছে ড্র। এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে আটটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি এবং শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট ম্যাচে জয়লাভ করেছে।

Advertisement