Homeসব খবরবিনোদনআইসিইউতে বাবা, দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

আইসিইউতে বাবা, দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিনই সামাজিক যোগাযোগেরমাধ্যম ইন্সটাগ্রামে এমন দুঃসংবাদ জানান এই অভিনেত্রী।

এতে প্রথমেই রমজানের শুভেচ্ছা জানিয়েই নুসরাত ফারিয়া বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখান থেকে ফিরেই এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

Advertisement