Homeসব খবরবিনোদনঅবশেষে জল্পনাই হল সত্যি, মুক্তির প্রথম দিনই রেকর্ড আয়...

অবশেষে জল্পনাই হল সত্যি, মুক্তির প্রথম দিনই রেকর্ড আয় ‘ব্রহ্মাস্ত্র’র

অবশেষে জল্পনাই হল সত্যি। মুম্বইয়ের তাবড় চলচ্চিত্র বিশেষজ্ঞদের দাবি ছিল, বলিউডের হাল ফেরাতে পারে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমদিনেই ২৪ কোটির বেশি আয় করতে পারে বক্স অফিসে। প্রত্যাশা যা ছিল, বাস্তবে তাও ছাপিয়ে গেল। শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। আর শুরুর দিনের প্রথম প্রহর থেকেই রীতিমতো ঝড় তুলল অয়ন মুখার্জি পরিচালিত ছবি।

ইতিমধ্যেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের তরফে উচ্ছ্বাস প্রকাশ করে ঘোষণা করা হয়েছে, বিশ্বজুড়ে প্রথমদিনেই ‘ব্রহ্মাস্ত্র’ ৭৫ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে দেশে প্রথমদিনে আয় করল ৩৫-৩৬ কোটি টাকা। সাম্প্রতিককালে ছুটির দিন ছাড়া মুক্তি পেয়েও শুরুতেই বিপুল ব্যবসা করল আলিয়া-রণবীরের প্রথম ছবি। তথ্য বলছে, রণবীরের ‘সঞ্জু’র রেকর্ডও ছাপিয়ে গিয়েছে এই সিনেমা। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।

প্রসঙ্গত, দেশজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। প্রতিটা সিনেমা হলেই উপচে পড়ছে ভিড়। কয়েকটি প্রেক্ষাগৃহ আগামী তিনদিন পর্যন্ত সম্পূর্ণ বুকড। চলচ্চিত্র বিশেষজ্ঞদের দাবি, এই সপ্তাহান্তে রেকর্ড ব্যবসা করতে পারে ‘ব্রহ্মাস্ত্র’। ভাঙতে পারে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘কাশ্মীর ফাইলস’, ‘ভুল ভুলাইয়া ২’র রেকর্ড।

Advertisement