Homeসব খবরক্রিকেটসাউথ আফ্রিকায় ইতিহাস বদলানোর আশা ডমিঙ্গোর

সাউথ আফ্রিকায় ইতিহাস বদলানোর আশা ডমিঙ্গোর

সাউথ আফ্রিকায় এবার ইতিহাস বদলানোর আশা বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গোর। ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থান, কোচকে দিচ্ছে বাড়তি প্রেরণা। পছন্দের ফরম্যাটে দলের ভারসাম্য ও অভিজ্ঞতায় আছে স্বস্তি। আর সাকিব থাকায় দলের মনোবল বেড়েছে, বিশ্বাস করেন ডমিঙ্গো।

জোহানেসবার্গ থেকে সেঞ্চুরিয়ন, প্রথম ওয়ানডের ভেন্যুতে বাংলাদেশ দলের অনুশীলন। শুক্রবার সিরিজ শুরু, এর আগে কন্ডিশনের সাথে যতটা মানিয়ে নেয়া যায়। সাউথ আফ্রিকা সফর টাইগারদের জন্য আক্ষেপের, কোন ফরম্যাটেই এখানে সাফল্য নেই। তামিম-সাকিবদের মতো হেড কোচ রাসেল ডমিঙ্গোও সেই পরিসংখ্যান বদলানোর কথা বলছেন।

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, আমরা এখানে আন্ডারডগ, এখানে আগে কোনো ম্যাচ জিততে পারিনি। তবে ওয়ানডে দল নিয়ে আমরা আশাবাদী। দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ভালো খেলছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি।

নিজ দেশের আলো-বাতাস, সবই জানা ডমিঙ্গোর। ২০১৩ থেকে ১৭ পর্যন্ত প্রোটিয়াদের হেডকোচ ছিলেন। নিজস্ব কন্ডিশনে বাভুমার দল কতটা শক্তিশালী তা ভালোমতোই জানেন।তারপরও পছন্দের ফরম্যাটে শীষ্যদের নিয়ে ভালো কিছুর আশা ডমিঙ্গোর।

রাসেল ডমিঙ্গো বলেন, ব্যাটিংয়ে ভালো গভীরতা আছে, টপ অর্ডারে আছে অভিজ্ঞ ক্রিকেটার। ভালো ফাস্ট বোলারের সন্ধানও আমরা পেয়েছি। ওয়ানডে ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ দল। সিরিজ শুরুর আগে এটি আমাদের আত্মবিশ্বাসী করছে।

নানা নাটকীয়তা শেষে আফ্রিকা গেছেন সাকিব, তাতে পূর্ণতা পেয়েছে টাইগার স্কোয়াড। সেরা অলরাউন্ডার থাকায় কোচের গেইম প্ল্যান হয়ে যায় সহজ, ডমিঙ্গো পাচ্ছেন স্বস্তি। হেড কোচ জানান, সাকিব না থাকলে একজন অতিরিক্ত বোলার না ব্যাটার খেলানো হবে, সেটি নিয়ে সমস্যায় পড়তে হয়। তার মানের ক্রিকেটার দলে থাকাটা দারুণ ব্যাপার। সে অভিজ্ঞ, আফ্রিকায় আগেও খেলেছে।

প্রোটিয়া পেইসারদের সামনে চ্যালেঞ্জ নিতে হবে টপ অর্ডারকে। প্রথম ২০ ওভার নিয়ে যত ভাবনা ডমিঙ্গোর। ফিল্ডিং নিয়েও আছে হেডকোচের দুশ্চিন্তা।

Advertisement