Homeফুটবল২০ বছর ধরে নকআউটে ইউরোপের দলের বিপক্ষে জয় পায়নি...

২০ বছর ধরে নকআউটে ইউরোপের দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হবে। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। গত ২০ বছর ধরে ফিফা বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নতুন ভাবে নিজেদের জাগরণের জানান দিতে চায় তিতের শিষ্যরা।

২০০২ সালে শেষ বারের মত বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারিয়েছিলো ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো তারা। এরপর আর নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। এরপর আরো চারটি বিশ্বকাপ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আর ২০১৪ সালে স্বাগতিক ব্রাজিলকে সেমিফাইনালে থেকে বিদায় নিতে হয়েছিলো ব্রাজিলকে। সেবার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচেও হেরেছিলো তারা। এই চার বিশ্বকাপের নকআউট রাউন্ডে তিন গোল করেছিলো ব্রাজিল আর হজম করেছিলো ১৫ গোল। তবে এবার বিশ্বকাপে ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়েছে সেলেসাওরা।

২০০৬ সাল থেকে নক আউটে ইউরোপিয়ান দলগুলোর কাছে ব্রাজিলের পরাজয়:

Advertisement