Homeসব খবরজেলার খবরহাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম...

হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে অদম্য এক মেধাবী ছাত্র আরাফাত। হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম তিনি। জীবনযু’দ্ধে অদম্য এক মেধাবী আরাফাত মল্লিক (১১)।

জন্মের পর থেকে দুই হাতের কনুইয়ের নিচের অংশ নেই আরাফাতের। আঙুল না থাকায় স্বাভাবিকভাবে কোনো কিছু ধরতে পারত না। এরপরও থেমে থাকেনি আরাফাত। কনুই দিয়ে লিখে প্রাথমিকের পাঠ সম্পন্ন করে আরাফাত এবার মাধ্যমিকে ভর্তি হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ক্লাসে সে দ্বিতীয় হয়নি। ক্লাসের সেরা ছাত্র হিসেবে বৃত্তি পরীক্ষাও দিয়েছে আরাফাত। তার প্রত্যাশা সে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে।

অদম্য ছাত্র হলেন, উপজেলার বলুহর গ্রামের আল আমিন মল্লিকের একমাত্র ছেলে আরাফাত মল্লিক (১১)। তিনি দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করেছেন। বর্তমানে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন। আট মাস বয়সী তার একটি ছোট বোন আছে।

সম্প্রতি আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, পাড়ার অন্য ছেলেদের সঙ্গে সে খেলা করছে। জিজ্ঞাসা করতেই সে বলে, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর একটু খেলা করতে বেরিয়েছে। সন্ধ্যা হলে নিজের পড়ার টেবিলে পড়তে বসবে।

আরাফাতের বাবা সংবাদমাধ্যমকে জানান, আরাফাত জন্ম থেকেই এমন। ছোট থেকেই তাকে অনেক যত্ন করে বড় করা হয়েছে। এখন আরাফাত নিজেই নিজের কাজ করতে পারেন। তার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ। এ কারণে আরাফাতকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে আরাফাত প্রথম হয়েছেন।

দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, আরাফাত সব শ্রেণিতে প্রথম হয়েছে। এবারও প্রথম হয়ে মাধ্যমিক শেষ করেছেন। সে অনেক ভালো ছেলে। লেখাপড়ার প্রতি ব্যাপক আগ্রহ। ছেলেটি ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে। কষ্ট করে লেখার কাজটি করে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় সে এগিয়ে যাবে।

Advertisement