Homeসব খবরজেলার খবরহাইব্রিড বেগুন বারি-১২, প্রতিটির গড় ওজন ২ কেজি!

হাইব্রিড বেগুন বারি-১২, প্রতিটির গড় ওজন ২ কেজি!

এই জাতের প্রতিটি বেগুন গড়ে ২ কেজি ওজনের হয়ে থাকে। যারফলে এই জাতের বেগুন চাষ আগ্রহ বাড়ছ চাষিদের। হাইব্রিড নতুন জাতের একটি বেগুন হল বারি-১২। নতুন এই জাতের বেগুনটি প্রচলিত অন্যান্য বেগুনের জাতের চেয়ে ওজনে অনেক বেশি হয়।

চলতি বছর কৃষি বিভাগ ভোলার সাত উপজেলায় ২০০ জন কৃষককে আমরা বিনা মূল্যে বীজ ও সার দিয়ে পরীক্ষামূলকভাবে বারি-১২ জাতের বেগুনের বীজ প্রদান করেছেন। পরীক্ষামূলক চাষে প্রথমবারেই ব্যাপক সফলতা পেয়েছেন চাষিরা। তার ক্ষেতের এ বেগুনের একেকটির ওজন ১ থেকে ২ কেজি পর্যন্ত। প্রথমবারের মত এই বেগুন চাষ ব্যাপল সফলতা পেয়েছেন ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট গ্রামের কৃষক মো. সেলিম।

কৃষক মো. সেলিম জানান, এবছর কৃষি বিভাগ থেকে আমাকে বারি-১২ জাতের বেগুনের বীজ ও সার দিয়েছে চাষ করার জন্য। ২০ শতাংশ জমিতে আমার ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও তিনি জানান। ৩ মাস ১০ দিনের মধ্যে বেগুনগুলো ১ কেজি আর কোনো কোনোটি দেড় কেজি আবার কোনোটি ২ কেজি ওজনের হয়।

এই জাতের প্রতিটি বেগুন গড়ে ২ কেজি ওজনের হয়ে থাকে। যারফলে এই জাতের বেগুন চাষ আগ্রহ বাড়ছ চাষিদের। হাইব্রিড নতুন জাতের একটি বেগুন হল বারি-১২। নতুন এই জাতের বেগুনটি প্রচলিত অন্যান্য বেগুনের জাতের চেয়ে ওজনে অনেক বেশি হয়।

চলতি বছর কৃষি বিভাগ ভোলার সাত উপজেলায় ২০০ জন কৃষককে আমরা বিনা মূল্যে বীজ ও সার দিয়ে পরীক্ষামূলকভাবে বারি-১২ জাতের বেগুনের বীজ প্রদান করেছেন। পরীক্ষামূলক চাষে প্রথমবারেই ব্যাপক সফলতা পেয়েছেন চাষিরা। তার ক্ষেতের এ বেগুনের একেকটির ওজন ১ থেকে ২ কেজি পর্যন্ত। প্রথমবারের মত এই বেগুন চাষ ব্যাপল সফলতা পেয়েছেন ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট গ্রামের কৃষক মো. সেলিম।

কৃষক মো. সেলিম জানান, এবছর কৃষি বিভাগ থেকে আমাকে বারি-১২ জাতের বেগুনের বীজ ও সার দিয়েছে চাষ করার জন্য। ২০ শতাংশ জমিতে আমার ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও তিনি জানান। ৩ মাস ১০ দিনের মধ্যে বেগুনগুলো ১ কেজি আর কোনো কোনোটি দেড় কেজি আবার কোনোটি ২ কেজি ওজনের হয়।

Advertisement