Homeফুটবলসেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি মেসির আর্জেন্টিনা

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি মেসির আর্জেন্টিনা

আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। ফলে লড়াইটি হতে যাচ্ছে লুকা মদ্রিচের বিপক্ষে লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু খেলা নয় মল্ল যু’দ্ধের জন্য আলোচিত হয়ে থাকবে। এ ম্যাচটি দু’দল মিলে করেছে ৪৮ ফাউল। যার জন্য রেফারিকে ১৫ বার পকেট থেকে হলুদ কার্ড দেখাতে হয়েছে। এমন ম্যাচে দু’দলের জয় পরাজয় নির্ধারিত হয় টাইব্রেকারে।

২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস আটকে গিয়েছিল রোমেরোর কাছে। আর ২০২২ এ সেই স্মৃতি ফিরিয়ে আনলেন এমিলিয়ানো মার্টিনেজ। শ্বাসরূদ্ধ ১২০ মিনিট শেষে ২০১৪ সালের পর আরও একবার সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতা, স্বাভাবিকভাবেই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা পায়নি কেউই। টাইব্রেকার শুরু হবে, স্নায়ুর পরীক্ষা। যেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ ডাচরা। প্রথম দুই শট থেকে গোল আদায় করে নিতে পারেনি একটাও; টাইব্রেকার শেষে তাই আর্জেন্টিনার জয় ৪-৩ ব্যবধানে।

ম্যাচ শেষে আর্জেন্টিনার সব উদযাপন যেন মেসিকে ঘিরে। বোঝার বাকি নেই, পুরো দল আর্জেন্টাইন কিংবদন্তিকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে কতটা মরিয়া! অপরদিকে, নক আউট পর্বের পরিচিত দৃশ্য; মেসিরা যখন উদযাপনে মত্ত, নেদারল্যান্সের খেলোয়াড়রা তখন কান্নাভেজা চোখে! যেন বিশ্বাসই হচ্ছে না বেজে গেছে বিদায়ঘন্টা! এবার ফিরতে হবে ঘরে; সঙ্গী ব্রাজিল, যাদের সাথে কি না ‘হলেও হতে পারতো’ সেমিফাইনালে দেখা!

এদিকে, আর্জেন্টিনা যখন মাঠে নামার অপেক্ষায়, ব্রাজিলের ততোক্ষণে নিশ্চিত হয়ে গেছে বিদায়। ইডুকেশন সিটি স্টেডিয়াম থেকে মেসিদের ভেন্যু লুসাইলে খবরটা হয়তো বাতাসের আগেই পৌঁছেছে। প্রিয় দলকে ঘিরে নিশ্চিতভাবেই শঙ্কা জেগেছে আর্জেন্টাইন সমর্থকদেরও মনে। তবে সেটা দূর করতে খুব বেশি সময় নেয়নি আর্জেন্টিনা।

Advertisement