Homeসব খবরক্রিকেটসন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাকিব-মাশরাফি

সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাকিব-মাশরাফি

আজ শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে তামিম ইকবালের খুলনা টাইগার্স ও নাসির হোসের ঢাকা ডমিনেটর্স। ম্যাচটির পরই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।

মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স জয় দিয়েই তাদের এবারের বিপিএল মিশন শুরু করে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। আজ স্ট্রাইকার্সদের লক্ষ্য দ্বিতীয় জয়।

এদিকে সাকিব আল হাসানের বরিশাল আজই তাদের প্রথম ম্যাচ খেলবে। শক্তিশালী দলটিও জয় দিয়ে শুরু করতে চায় তাদের বিপিএল মিশন। এবারের বিপিএলে নিঃসন্দেহে দুটি সেরা দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট দলে এবার রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা।

বিদেশি কালেকশনও বেশ ভালো। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছেন তারা।

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা।

বিদেশি সংগ্রহও রয়েছে দারুণ। রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটাররা।

Advertisement