Homeসব খবরপ্রযুক্তিমহাকাশে একসঙ্গে ৩৬টি ভারী স্যাটেলাইট পাঠালো ভারত

মহাকাশে একসঙ্গে ৩৬টি ভারী স্যাটেলাইট পাঠালো ভারত

ব্রিটেনের ৩৬টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি জমাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (আইএসআরও) সবচেয়ে ভারী রকেট। এর মাধ্যমে প্রথম বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করলো ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন। এবারের স্যাটেলাইটগুলোর মোট ওজন ছিল প্রায় ৬ টন।

স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় ইসরোর রকেট এলভিএম৩-এম২/ওয়ানওয়েব ইন্ডিয়া-১। এর মাধ্যমে মহাকাশে নতুন ইতিহাস গড়ল ভারত। পাঁচটি ধাপে পাঁচ হাজার ৭৯৬ কেজি পেলোড নিয়ে একসঙ্গে ৩৬টি উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লন্ডন ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তিতে এটিই প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ ভারতের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এ প্রসঙ্গে ওয়ান ওয়েবের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানান, ওয়ানওয়েব ৬টি রকেট উৎক্ষেপণ করতে চায়। কিন্তু রাশিয়া-ইউক্রেনের সমস্যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল এই মিশন। সেই সময় ভারত এগিয়ে আসে। তারই ফলস্বরূপ ইতিহাস গড়ে লো অরবিটে ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল ইসরোর রকেট।

উৎক্ষেপণের প্রায় ৩৭ মিনিট পর ইসরো চেয়ারপার্সন এস সোমানাথ বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ১৬টি স্যাটেলাইট খুব নিরাপদে আলাদা করা হয়েছে। বাকি ২০টি স্যাটেলাইটও আলাদা হয়ে যাবে। এতদিন হলকা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত। তবে এবার ভারী রকেটে স্যাটেলাইট পাঠিয়ে নিজেদের সফলতাকে অন্য মাত্রায় নিয়ে গেলো দেশটি। এই মিশনের ফলে বাণিজ্যিক মহাকাশ সেক্টরের একটি বৃহত্তর অংশ দখল করার জন্য ভারত এগিয়ে গেছে বলে মনে করছে দেশটির গণমাধ্যম।

বর্তমানে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে প্রথম দিকের দেশ হওয়া সত্ত্বেও বাণিজ্যের মাত্র ২ শতাংশ জায়গা ভারতের দখলে আছে। এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড করেছিলো ভারত।

Advertisement