Homeঅন্যান্যমধ্য রাত থেকে ইলিশ ধরা শুরু, কমবে দাম

মধ্য রাত থেকে ইলিশ ধরা শুরু, কমবে দাম

আজ সোমবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে সাগরে নামবে জেলেরা। সরকারি ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে শুরু হবে জেলেদের ইলিশ ধরা যুদ্ধ। মধ্যরাত থেকেই শুরু হবে ইলিশ ধরা। এবার গত বারের চেয়েও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী জেলেরা। যারফলে ইলিশের দাম তুলনামূলকভাবে কমে আসবে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। মোট ৬০ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এদিকে, আজ মধ্যরাত পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরপর ইলিশ ধরায় কোনো বাধা থাকবে না।

Advertisement