Homeসব খবরবিনোদনফুটবল টুর্নামেন্টের মধ্যমণি ছিলেন নায়িকা মিম

ফুটবল টুর্নামেন্টের মধ্যমণি ছিলেন নায়িকা মিম

রায়হান রাফী পরিচালিত ২৮ অক্টোবর মুক্তি প্রতীক্ষিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’ ছবিটি নিয়ে চলছে জোর প্রচারণা। তারই অংশ হিসেবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে শনিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে সবার মধ্যমণি হিসেবে নজর কাড়েন ‘দামাল’ এর নায়িকা বিদ্যা সিনহা মিম।

বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কিংসের মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া ওই ফুটবল টুর্নামেন্টে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের জামাল ভুঁইয়া সহ অনেকে। ‘দামাল’ টিম বনাম ‘বসুন্ধরা কিংস’র মধ্যে টান টান লড়াইয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নিয়েছিলেন দামালের অভিনেতা সিয়াম, শরিফুল রাজসহ অনেকে। আরও এসেছিলেন নির্মাতা ফারুকী, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, জাহিদ হাসান প্রমুখ। ম্যাচ চলাকালীন এক পর্যায়ে জার্সি গায়ে মাঠে নেমে পড়েন নায়িকা মিম। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গে উপস্থিতি সকলে উল্লাসে মেতে ওঠেন।

মিম বলেন, মূলত প্রচারের জন্যই এই আয়োজন। এমন অভিজ্ঞতা আমার এবারই প্রথম। প্রচারের কারণেই মানুষ দামাল সম্পর্কে জানতে পারছে এবং আগ্রহী হয়ে উঠছে। এর আগে গান ও ট্রেলার দেখে দর্শক আগ্রহী হয়েছেন। আমার বিশ্বাস, দর্শকের যে প্রত্যাশা তৈরি হচ্ছে মুক্তি পর তা পূরণ হবে।

গেল ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেখানে অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুটি রোল প্লে করেছিলেন। মিমের দুর্দান্ত অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শকরা সত্যি মনে করে মিমকে গালিও দেন!

তবে এবার তার ‘দামাল’ দেখে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবেন; এমনটাই মনে করছেন এই নায়িকা। মিম আরও বলেন, এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।

মিম আরও বলেন, আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যু’দ্ধ দিনের গল্পের ছবিতে কাজ করবো। সেইসাথে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে দামাল প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে ‘দামাল’ নির্মিত হয়েছে।

Advertisement