Homeঅন্যান্যপাইকারি বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৪৫ টাকা

পাইকারি বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৪৫ টাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের খুচরা বাজারগুলোতে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও পাইকারী পর্যায়ে বিক্রি হচ্ছে গড়ে ১৪৫ টাকা দরে। ১৪৫ টাকায় মুরগি বিক্রি করেও খুব একটা অবস্থার পরিবর্তন না হলেও ঠিকই লাভের পুরোটা অংশই মধ্যস্বত্ত্বভোগীরা পকেটে ঢুকাচ্ছে বলে জানিয়েছেন খামারিরা।

বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি এর ৫ অক্টোবর তারিখের বাজারদর পর্যালোচনা করে দেখা যায়, গড়ে ১৪৫ টাকা দরে ব্রয়লার মুরগি করেছিল খামারিরা। গাজীপুরে ব্রয়লার বিক্রি হয়েছে ১৪৮ টাকা, কালার ২৪০ টাকা। চট্টগ্রামে ব্রয়লার ১৪৮ টাকা, কালার ১৬০ টাকা ও সোনালী ২৬৫ টাকায়, বরিশালে ব্রয়লার ১৪৫ টাকা, কালার ২৫০ টাকা ও সোনালী মুরগি ২৭০ টাকায়, ফরিদপুরে কালার ২৪০ টাকা ও সোনালী মুরগি ২৫০ টাকায়।

এদিকে ব্রয়লার মুরগির দাম তূলনামূলকভাবে খুব বেশি না বাড়লেও দাম যাতে না কমে সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন একাধিক খামারি। তারা বলছেন, করোনাকালীন অনেক টাকা লোকসান হয়েছে। বর্তমানে খাদ্য, বাচ্চাসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়েছে সে কারণে ব্রয়লার উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় বর্তমান ব্রয়লারের বাজারমূল্যে লোকসান না হলেও খুব একটা মুনাফাও করতে পারছেন না। তবুও দাম না কমায় স্বস্তি প্রকাশ করছেন তারা।

কুড়িগ্রামের ব্রয়লার খামারি লিটন জানান, ব্রয়লার মুরগির মাংস মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অবিলম্বে খাদ্য, বাচ্চা সহ অন্যান্য জিনিসপাতির দাম কমানো উচিৎ। এতে করে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ কমে যাবে ফলে আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের মুনাফাও থাকবে পাশাপাশি ভোক্তারাও ন্যয্যদামে কিনে খেতে পারবে।

Advertisement