Homeফুটবলটাই ব্রেকারে হেরে বিদায় নিলো ব্রাজিল, সেমিতে ক্রোয়েশিয়া

টাই ব্রেকারে হেরে বিদায় নিলো ব্রাজিল, সেমিতে ক্রোয়েশিয়া

এডুকেশন স্টেডিয়ামে নেইমারের অসাধারণ গোল। কিছুক্ষণের জন্য গ্যালারি জুড়ে বয়ে যায় হলুদের উচ্ছ্বাস। তবে কিছুক্ষণ পরই সেই উচ্ছ্বাস মিলিয়ে যায় পেতকোভিচের গোলে। এই গোলেই সমতায় আসে স্কোর। পরে ফলাফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। সেই টাইব্রেকার ভাগ্যে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।

শুক্রবার (৯ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ৪-২ গোলে হেরে হেক্সা মিশনের ব্যর্থ সমাপ্ত ঘটালো সেলেকাওরা। অন্যদিকে প্রথম দল হিসেবে আবারও সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

দুটি অর্ধ মিলিয়ে যখন গোলশূন্য। রেফারি সময় বাড়িয়ে দিলেন ৩০ মিনিট। ওই অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে অসাধারণ গোল করেন নেইমার। মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন নেইমার। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পেয়ে পাকুয়েতাকে। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ান নেইমার।

কিন্তু এরপরের চিত্রটা ছিল এরকম- ব্রাজিল ভেবেছিল তারা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে বসে তারা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ।

ক্রোয়েশিয়াকে সেমিতে তোলার নায়ক লিভাকোভিচ। যিনি ৪টি পেনাল্টি কিকের ২টি ফিরিয়ে দিয়ে উল্লাসে ভেসেছেন, দলকে উল্লাসে ভাসিয়েছেন। অন্যদিকে অ্যালিসন বেকার তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। টানা ৪টি শট তাকে ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে।

লিভাকোভিচ ফিরিয়ে দেন ব্রাজিলের শুরুতেই নেওয়া রদ্রিগোর শটটি। কিন্তু পরপর দুটি শটে গোল করে আশা জাগান ক্যাসিমিরো ও পেদ্রো। তবে সব আশায় জল ঢেলে দেন মার্কুইনোস। তার শটটি ফিরিয়ে দিয়েই সেমিতে যাওয়ার আনন্দে লালের আভা ছড়িয়ে পড়ে এডুকেশন স্টেডিয়ামজুড়ে।

Advertisement