Homeসব খবরক্রিকেটএখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক...

এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক থেকে আমরা ওকে : নুরুল হাসান

প্রচন্ড শীতের মধ্যেই অনুশীলন করছে টাইগাররা। সর্বশেষ দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানেও ছিল প্রচন্ড গরম। এমনকি বর্তমানে বাংলাদেশেও খুবই গরম। তবে প্রচন্ড এই শীতের মধ্যে অনুশীলন করতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। শীতের মধ্যে বৃষ্টি এবং বরফ পরলেও অনুশীলন চালিয়ে গেছে টাইগার। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাওয়া নিউজিল্যান্ডে এখন প্রচন্ড শীত।

বিসিবির ভিডিও বার্তায় নিউজিল্যান্ড থেকে টি-২০ দলের সহ-অধিনায়ক বলেন, “এখানকার কন্ডিশন ভিন্ন। একটু শীত। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দু’দিন অনুশীলন করেছি। আগামীকালও অনুশীলন করবো। আশা করছি অসুবিধা হবে না। এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক থেকে আমরা ওকে।”

আগামী শুক্রবার প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এখনো দলের সাথে যোগ দেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় টুর্নামেন্টের আগে ফটোসেশন এবং ট্রফি উন্মোচনে দেখা গিয়েছে সহ অধিনায়ক নুরুল হাসান সোহানকে।‌ তার অনুপস্থিতিতে সোহান জানিয়েছেন, তাদের দলের পরিবেশ ভালো আছে। সকলে পরিশ্রম করছেন। তাদের লক্ষ্য দল হয়ে পারফর্ম করা।

দলগত হয়ে খেলতে পারলে নিউজিল্যান্ডের মাটিতে ভালো খেলা সম্ভাব বলে জানিয়েছেন সোহান। সোহান বলেন, “দলের প্রতি বার্তা এই যে, রেজাল্ট নিয়ে চিন্তা না করে, প্রসেস ঠিক রেখে খেলতে হবে। কী হবে তা নিয়ে আগে থেকে চিন্তা না করে সততার সঙ্গে কাজ করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। ১১ জন হয়তো পারফর্ম করবে না। কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে। আমরা টিম বন্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করছি।”

বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষ। আগামী ৭ অক্টোবরের ওই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি মনে করেন তিন দিক থেকে ধরতে পারলে ভালো করা সম্ভব, “পাকিস্তান অনেক ভালো দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকে ভালো করতে পারলে ভালো কিছু সম্ভব।”

Advertisement