Homeসব খবরবিনোদনআমি এখন জাস্ট জড়বস্তু : তসলিমা নাসরিন

আমি এখন জাস্ট জড়বস্তু : তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে জানান, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন তিনি। চিকিৎসকরা ভুল চিকিৎসা করে প’ঙ্গু জীবন দিয়েছে বলেও অভিযোগ তার। লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন তিনি। সোশ্যালে মন্তব্যের জন্য শিরোনামেও উঠে আসেন। কখনো কখনো ব্যক্তিজীবন নিয়েও শিরোনামে আসেন এই লেখিকা।

হাসপাতালের ভুল চিকিৎসা নেয়ার তিক্ত অভিজ্ঞতার কথা কয়েকটি স্ট্যাটাসে তুলে ধরেছিলেন তসলিমা। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল সোশ্যালে। আর এবার বইমেলা নিয়ে ফেসবুকে কথা বললেন তিনি। যেখানে জড়বস্তু হিসেবে উল্লেখ করেছেন নিজেকে।

আজ সোমবার (৩০ জানুয়ারি) এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কবি লেখকরা তাদের নতুন বইয়ের প্রচ্ছদের ছবি ফেসবুকে দিচ্ছেন। বইমেলায় বিক্রি হবে। এক কালে আমি যখন কবি লেখক ছিলাম, তখন আমার বই বের হতো। তখন আমার বই বইমেলায় বিক্রি হতো।’

তিনি আরও লেখেন, ‘আমি তো এখন আর কবি লেখক নই। আমি এখন জাস্ট একটি জড়বস্তু, যাকে নিয়ে জিহাদিরা জিহাদ করে, রাজনীতিকরা রাজনীতি করে, বুদ্ধিজীবীরা কানামাছি খেলে।’

Advertisement