Homeসব খবরক্রিকেটআউট না দেওয়াই আম্পিয়ারের সামনে লাথি মেরে স্টাম্প ভাঙ্গলেন...

আউট না দেওয়াই আম্পিয়ারের সামনে লাথি মেরে স্টাম্প ভাঙ্গলেন সাকিব

আবেদন করার পর দুই-তিন সেকেন্ড পার হয়েছে মোটে। হুট করে যেন নিজেকে হারিয়ে ফেললেন সাকিব আল হাসান। আম্পায়ারের ঠিক সামনে লাথি দিয়ে এলোমেলো করে দিলেন স্টাম্প, উড়িয়ে দিলেন বেলস। মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে। একটু পর অন্য প্রান্তে আবার দেখা গেল তার রুদ্রমূর্তি। এবার আম্পায়ারের সামনে গিয়ে তিন স্টাম্পই তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।

ঢাকা প্রিমিয়ার লিগে আবারো বিতর্ক সৃষ্টি করলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের এলবিডব্লিউ আউট না দেওয়াই আম্পিয়ারের সামনে লাথি মেরে স্টাম ভাঙ্গলেন সাকিব। ঘটনাটি ঘটে ইনিংসের পঞ্চম ওভারে। ঢাকা প্রিমিয়ার লিগে আজ দুপুরে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবহনী লিমিটেড।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং আব্দুল মাজেদ। ২৬ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৬ রান করে তানজিদ হাসান সাকিবের বলে প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন।

এরপর দলীয় ৬১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ব্যাটসম্যান আব্দুল মজিদ। ১৮ বলে ১৬ রান করেন তিনি। এরপরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইরফান শুকুর এবং এক রান করে প্যাভিলিয়নে ফেরেন শামসুর রহমান। ৬৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। দলকে কিছুটা হলেও চাপমুক্ত করেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে আজ রান পেয়েছেন সাকিব আল হাসান। ২৭ বলে একটি চার এবং দুটি ছক্কা সাহায্যে ৩৭ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। শেষের দিকে মাহমুদুল হাসানের ৩০ এবং আবু হায়দার রনির ১২ রানে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আবহনী লিমিটেড। নাঈম শেখ এবং স্বাধীনকে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন শুভাগত হোম। দলীয় নয় রানের মাথায় তৃতীয় উইকেট তুলে নেন শুভাগত হোম। ২ রান করা আফিফ হোসেনকে প্যাভিলিয়নে ফেরান তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে আসেন সাকিব আল হাসান। ওই ওভারে একটি ছক্কা এবং একটি চার মুশফিকুর রহিম। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের প্যাডে লাগলে এলবিডাব্লিউর আবেদন করেন সাকিব আল হাসান। সাকিবের আবেদন নাকচ করে দেন আম্পিয়ার। এলবিডব্লিউ আউট না দেওয়াই আম্পিয়ারের সামনে লাথি মেরে স্টাম ভাঙ্গেন সাকিব।

Advertisement