Homeসব খবরক্রিকেটআইসিসির সেরা দশে তিন বাংলাদেশি বোলার

আইসিসির সেরা দশে তিন বাংলাদেশি বোলার

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। ৫০ ওভারের সংস্করণে সেরা দশে উঠে এসেছেন তিন বাংলাদেশি বোলার।

৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়ে সেরা দশে ঢুকলেন সাকিব। ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

এদিকে, আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনে। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেনে। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। দুজনই আছেন র‍্যাংকিংয়ের সেরা দশে। ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে অ্যান্ডারসনের স্থান তিনে, রবিনসন ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে।

উল্লেখ্য, ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

Advertisement