Homeসব খবরক্রিকেটঅবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত আমিরের

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত আমিরের

পাকিস্তানি ক্রিকেটারদের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নতুন কিছু নয়, সেই পথেই এগিয়ে যাচ্ছেন পেসার মোহাম্মদ আমির। মানসিক কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। মূলত তখনকার টিম ম্যানেজমেন্টের সাথে সমস্যার কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আমির। আগের বোর্ড এবং টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আসায় আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফারার গুঞ্জন ভালোভাবেই শুরু হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট, মূলত তৎকালীন টিম ম্যানেজমেন্টের সাথে সমস্যার কারণেই অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। এরপর কয়েকবার ফেরারও ইঙ্গিত দেন, জানিয়েছিলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এলে ভেবে দেখবেন।সেই সময়ের টিম ম্যানেজমেন্টের সাথে বর্তমান টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন এসেছে পাকিস্তানের, বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে কোচিং স্টাফ, প্রধান নির্বাহী সবই বদলে গেছে। আমিরের চাওয়া মতো বদল এসেছে টিম ম্যানেজমেন্টে।

তাহলে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তানি এই পেসার? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আমির বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের আগের সিইও ওয়াসিম খানের সঙ্গে আমার কথা হয়েছে। তারপর নতুন ম্যানেজমেন্ট, নতুন বোর্ড চেয়ারম্যান এসেছেন। তাদের কারও সঙ্গে আমার কথা হয়নি।” আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে আমির বলেন, “সবার আগে আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে। আমি যদি বলি, অবসর ভেঙে ফিরে এলাম। কিন্তু তারপর বোর্ড যদি আমাকে দল না নেয়, সেটা একেবারেই ভাল হবে না। তাই আপাতত আমি টি১০ লিগ এবং অন্য দেশের ক্রিকেট লিগে খেলার কথাই ভাবছি।”

আমিরের জন্য কাজটা মোটেও সহজ হবে না, সেটার কারণ অবশ্য ফিক্সিং নিয়ে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার অবস্থান। ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া আমিরকে নিয়ে নতুন করে তিনি আগ্রহ দেখাবেন কি না সেটাই বড় প্রশ্ন, এমনিতেও পাকিস্তানের পেস বোলিং আক্রমণ বরাবরের মতোই বিশ্বমানের।

Advertisement