Homeসব খবরবিনোদনশাড়ীর সঙ্গে বেল্ট পরে ট্রলের শিকার পড়শী

শাড়ীর সঙ্গে বেল্ট পরে ট্রলের শিকার পড়শী

রিয়েলিটি শো থেকে উঠে আসা বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় নাম সাবরিনা পড়শী। এই গায়িকা নিজের প্রতিভা দিয়ে বেশ শক্ত স্থান দখল করে নিয়েছেন। রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকেন তিনি। এই স্টেজ শোতেই শাড়ীর সঙ্গে বেল্ট পরায় ট্রলের শিকার হয়েছেন পড়শী।

গত রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে খুলনায় একটি স্টেজ শোতে যান পড়শী। সেই শোয়ের অনেক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। সেই ছবিতে পড়শীর অনেক ভক্ত নানা রকম কমেন্ট করেছেন।

ইকবাল হাসান ভূঁইয়া নামে একজন লেখেন, ‘আপু মেয়েরা এভাবে বেল্ট পরলে তো বেল্টের দাম বেড়ে যাবে।’ সুমন শেখ নামে একজন বলেন, ‘শাড়ির সাথে বেল্ট! সায়া খুলে পড়ে যায় নাকি?’

মাহমুদুল হাসান নামে একজন লেখেন, ‘এখন বাজারে বেল্টের দাম বেড়ে যাবে।’ বৃত্তি নামের এক মেয়ে লেখেন, ‘আপু এটা আমার জামাইকে দিয়ে দেন।’ আরেকজন লেখেন, আমার জামাইয়েরও এরকম বেল্ট আছে।’

তবে এসবের উত্তরে পড়শী কিছু জানাননি। গানের পাশাপাশি অভিনয়েও বেশ দক্ষতা দেখাচ্ছেন তিনি। মিউজিক ভিডিও সঙ্গে সঙ্গে অভিনয় করেছেন নাটকেও। বড় পর্দায়ও অভিনয়ের ইচ্ছা পোষণও করেছেন তিনি।

Advertisement