Homeসব খবরবিনোদনশাকিব-বুবলী চূড়ান্ত, অনন্তর প্রস্তুতি, পূজা চেরিও আসছেন

শাকিব-বুবলী চূড়ান্ত, অনন্তর প্রস্তুতি, পূজা চেরিও আসছেন

কাকরাইলের সিনেমাপাড়ায় প্রযোজক ও পরিবেশক অফিসে কান পাতলেই সম্ভাব্য ঈদের ছবি নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। রমজান মাসের শুরু থেকেই ঈদের ছবি মুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছেন পরিচালক ও প্রযোজকরা।

এই ঈদের ছবি মুক্তির তালিকা এখনও চূড়ান্ত নয়। এরপরও কয়েকটি ছবির প্রযোজক-পরিচালক জানিয়েছেন তাঁদের ছবি মুক্তির কথা। ঈদে শাকিব খানের ছবি ছাড়া যেন উৎসব ভাবতেই পারেন না হল মালিকরা। প্রেক্ষাগৃহে তাঁর ছবি মুক্তি মানেই যেন দর্শকদের মধ্যে বাড়তি চমক। গত দুই যুগ ধরে এই চমক দিয়ে আসছেন ঢাকাই ছবির এই নায়ক।

আসছে ঈদে এই নায়কের ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি মুক্তির কথা জানিয়েছেন শাকিব খান এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করেছেন তপু খান। গত ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর সনদ পায় ছবিটি। শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঈদুল ফিতরে দুটি ছবি মুক্তি দেবে বলে ঘোষণা দিয়েছে। এগুলো হলো ‘জ্বীন’ ও ‘পাপ’। ভৌতিক গল্পের ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে সজল, পূজা চেরী, রোশান, জান্নাতুন নূর মুন, সুজাতা প্রমুখ। আর সৈকত নাসিরের ‘পাপ’ ছবিতে অভিনয় করেছেন রোশান ও ববি।

এদিকে, অনন্ত জলিলের ছবি মানেই যেন বাড়তি উন্মাদনা, বাড়তি আলোচনা। ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটি অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক ও প্রযোজক ইকবাল। এই ছবির মাধ্যমে অনন্ত জলিল প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন। অনন্ত জলিল-বর্ষা ছাড়া এতে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ‘লালশাড়ি’ও ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক।

অন্যদিকে আরিফিন শুভর ‘নূর’ ছবিটিও ঈদে আসতে পারে বলে জানা গেছে। যদিও ছবিটির প্রযোজনা সংস্থা, পরিচালক, নায়ক এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানাননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মুক্তির ব্যাপারে তোড়জোড় চালানো হচ্ছে। সিনেমাটিতে আরিফিন শুভর পাশাপাশি অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

উল্লেখিত ছবি ছাড়াও দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবি দুটিও মুক্তির পেতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement