Homeসব খবরবিনোদনলাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান!

লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান!

ঢালিউডের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কখনও নির্বাচন, কখনও বা সিনেমার শুটিং আবার কখনও তিনি দর্শক মাতাচ্ছেন কণ্ঠে সুর তুলে। এভাবেই দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি জায়েদ খানের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। যেখানে তিনি বলেছেন মেয়েরা তাকে চায়, তার জন্য বিয়ে করছেন না অনেক তরুণী। তিনি নিজেকে আগুন হিসেবেও উল্লেখ করেন।

হটাৎ মুম্বাইয়ে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ওয়েটিং ফর ফ্লাইট। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন তার ছবির মন্তব্যের ঘরে। অনেকেই শুভকামনা জানাচ্ছেন।

আবার কেউ কেউ লিখেছেন, লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান! এ রকম অসংখ্য মন্তব্য পড়েছে তার ওই ছবিটিতে। রবিবার (৩০ এপ্রিল) জায়েদ খান মুম্বাই যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ একটি কাজে তিনি ভারতে যাচ্ছেন। এই সফরটি তার দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে।

নতুন সিনেমার কাজে ভারত যাচ্ছেন কি না–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সুযোগ এলে অনেকেই অনেক কিছু করতে পারেন। হয়তো আমার ক্ষেত্রেও এমন সুযোগ আসছে বা আসবে। তবে এই সফরটি একেবারেই সিক্রেট রাখছি।’

Advertisement