Homeসব খবরজেলার খবরতীব্র তাপে ঝরে পড়ছে আমের গুটি, ফলন শঙ্কায় বাগানিরা

তীব্র তাপে ঝরে পড়ছে আমের গুটি, ফলন শঙ্কায় বাগানিরা

চলতি খরা ও অনাবৃষ্টির কারণে ঝড়ে পড়ছে আমের গুটি। তীব্র গরমে শুকিয়ে ঝরে পড়ছে কৃষক ও ব্যবসায়ীদের স্বপ্ন। সেচ ও স্প্রে করেও এই অবস্থা ঠেকানো যাচ্ছে না। দেশের আমের রাজ্য রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমের শুরুতে আম বাগানে মুকুলে ভরে ছিলো। সেই মুকুল থেকে অধিক পরিমানে আমের গুটি আসায় বাগান মালিকরা বাম্পার ফলনের সম্ভাবনা সৃষ্টি হয়। এমন পরিস্থিতেতে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে। বর্তমানে তীব্র দাবদাহের কারণে গাছেই আমের গুটি শুকিয়ে ঝরে পড়ছে।

কৃষি বিভাগের তথ্য মতে, রাজশাহী জেলার প্রায় ১৯ হাজার হেক্টর জমির বাগানে দুই লাখ ২৭ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আম চাষি আবদুর রাজ্জাক বলেন, আমরা তিন বছরের মেয়াদে বাগান কিনে নেই। গত বছর আমার বাগানের ২২টি গাছের মধ্যে ১২টি গাছে ভালো আম এসেছিল। এবছর সবগুলো গাছেই আগের গুটি এসেছে। কিন্তু রোদ আর তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের গুটিগুলো ঝরে যাচ্ছে। কিছু কিছু আম গাছের বোটা শুকিয়ে গেছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। সেচ দিয়ে পানি দেওয়া হয়েছে। বড় বড় আমের গাছ স্প্রে করা সম্ভব না।

ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসান ওয়ালীউল্লাহ বলেন, পুরো দেশেই দাবদাহ চলছে। এই সময় বাগানিদের আমের গুটি ঝরা রোধে বাগানে বেশি করে সেচ দিতে হবে। পোকার আ’ক্রমণ ঠেকাতে কি’টনাশক ছিটানোর পাশাপাশি সপ্তাহে অন্তত একবার সেচ দিতে হবে।

Advertisement