Homeসব খবরবিনোদনএবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম, জানালেন ঈদের শুভেচ্ছা

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম, জানালেন ঈদের শুভেচ্ছা

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সনাতন ধর্মের অনুসারী হলেও প্রতিবছর ঈদ উদ্‌যাপনের ধর্মীয় বার্তা দেন তিনি। এবারও ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা।

সোমবার সকালে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে বিদ্যা সিনহা মিম তার স্বামী সনি পোদ্দার সঙ্গে কিছু ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একই রঙের পোশাক পরেছেন এই দম্পতি। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।

ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান। তার কথায়, ‘ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি।

প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

Advertisement