Homeসব খবরজেলার খবর৯৩ কেজি ওজনের বাঘাইড় ৮৬ হাজারে বিক্রি!

৯৩ কেজি ওজনের বাঘাইড় ৮৬ হাজারে বিক্রি!

মাছটি ধরার পর জেলে তার বাড়িতে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটি ৯৩ কেজি ওজনের। বিশাল আকারের মাছটি ৮৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল আকারের বাঘাইড় মাছ।

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে জেলে মুক্তি মিয়া ও ফখরুল ইসলামের জালে ৯৩ কেজি ওজনের বিশাল মাছটি ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে দামদরে না মিললে তারা মাছটি নিজেরাই কেটে ৯৫০ টাকা কেজি দরে ৮৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। তারা মাছটি বাড়িতে নিয়ে যান।

ফখরুল ইসলাম বলেন, আমরা মাছটি ধরে বাড়ি নিয়ে যাই। তারপর কেটে কেজি দরে বিক্রি করেছি। তারপর বিক্রির টাকা দুইজন ভাগ করে নিয়েছি। বিক্রি করে লাভ করতে পেরেছি। এতো বড় মাছ এর আগে কখনো ধরতে পারিনি।

অন্যান্য জেলেরা জানায়, মুক্তি মিয়া ও ফখরুল ইসলাম কুশিয়ারা নদীর জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের সুপরাকান্দি এলাকায় বেড় জাল দিয়ে মাছ ধরেন। দুপুর ১২ টার দিকে তাদের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে। চাহিদা মতো দাম না পাওয়ায় তারা নিজেরাই কেটে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। মাছটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ওজন করে দেখেন ৯৩ কেজি।

স্থানীয়রা বলেন, দুই জেলে মুক্তি মিয়া ও ফখরুল ইসলাম দরিদ্র মানুষ। নদী ভাঙনের কারণে তাদের বাড়ি হারান। এখন তারা বড় একটি মাছ ধরতে পেরেছে। আমরা স্থানীয়রা খুব খুশি। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাদের আবার ঘর তৈরী করে দেওয়া হয়।

Advertisement