Homeসব খবরবিনোদন৬ মাসে ১২ কেজি ওজন কমিয়েছি : নিশো

৬ মাসে ১২ কেজি ওজন কমিয়েছি : নিশো

প্রায় বছর খানেক হয় নাটকে অনিয়মিত নিশো। আর ছয় মাস হয় নাটকের শুটিংয়ে একেবারেই নেই। কারণ নিশো ঝুকেছেন ওটিটির কাজে, অভিনয় শুরু করছেন সিনেমাতেও। টিভিতে তার অভিনীত নাটকের বাড়তি চাহিদা। আর ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ। এক কথায় টিভি বা ইউটিউব নাটকে রাজত্ব করছিলেন আফরান নিশো। কিন্তু হুট করেই রাজ্য ছেড়ে দিয়ে ডুব দিলেন তিনি। না আড়ালে নয়, নাটক করা কমিয়ে দিলেন।

জানা যায়, এই ছয় মাসে নিশো ১২-থেকে ১৩ কেজির মত ওজন কমিয়েছেন। শরীর থেকে বাড়তি মেদ ঝেড়ে ফেলেছেন। এরই মধ্যে নিশোর সিনেমায় আসার ঘোষণা এসেছে। ‘সুড়ঙ্গ’ নামে একটি ছবির শুটিং শুরু করছেন তিনি। আগামী মার্চে হবে শুটিং। এই ছবির জন্যই কী ওজন কমানো?

অনেকটা মজার ছলেই উত্তর অভিনেতার নিশোর, শুধু সিনেমার জন্য নয়, ওজন কমিয়েছি নিজের জন্য, পরিবারের জন্য এবং সিনেমার জন্যও।

সিনেমার পাশাপাশি নিশো এ বছর ওটিটির কাজে বেশ ব্যস্ত থাকবেন। ‘আ কমন ম্যান’ এবং আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ করবেন তিনি।

‘আ কমন ম্যান’ এ দুর্নী’তির বি’রুদ্ধে সোচ্চার একজন মানুষের সামনে বিপুল অঙ্কের প্রলোভন এলে কী ঘটবে তা-ই দেখানো হবে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো। ওটিটিতে নিশো- নিপুণের ‘আ কমন ম্যান’ দিয়েই যাত্রা শুরু হচ্ছে। আর প্রথম পর্বের মতো ‘কাইজার লেভেল টু’নির্মাণ করবেন তানিম নূর। দুটি সিরিজই মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে।

গত বুধবার এই দুটি সিরিজের ঘোষণা উপলক্ষ্যে রাজধানীর গুলশান ক্লাবে আসেন নিশো। অনুষ্ঠানে শেষে নিশোর পথ আগলে কথা হয় কিছুক্ষণ। জানা হয় তার এ বছরের ব্যস্ততা, নাটক নিয়ে আগামী পরিকল্পনা ও সিনেমা আসার হাল হকিকত নিয়ে। নিশোও অকপটে সব বলেন। জানান, নাটকে তুমুল ব্যস্ত থাকার পর হুট করে শুটিং কমিয়ে দেওয়ায় শা’রিরীক ও মান’সিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে নাটককে তিনি একেবারেই টাটা, বাই বাই বলছেন না। সেটা করবেন।

নাটক বন্ধ করে কি তাহলে এই ছয়মাস সিনেমার প্রস্তুতি নিয়েছেন?

নিশোর বলেন, ‘এমন কিছুই নয়। স্বাভাবিক জীবন যাপনই করেছি, সুড়ঙ্গের গল্পের মধ্যে প্রবেশ করে আছি, কেবল সিনেমার প্রস্তুতির জন্যই এই বিরতি তা ভাবার কিছু নেই। এই ছয়মাস অনেক কিছুই করেছি, সিনেমার প্রস্তুতি, ওটিটির কাজ নিয়ে প্রস্তুতি, ব্যক্তিগত কাজসহ নানা কাজের ব্যস্ততাই ছিল।’

নিশোর প্রথম ছবি প্রযোজনা করছে ওটিটি প্লাটফর্ম চরকি। আর নির্মাণ করছেন রায়হান রাফী। এতে নিশোর বিপরীতে তমা মির্জাকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

Advertisement