Homeসব খবরবিনোদন৫ দিন পতি'তালয়ে ছিলাম : নিপুণ

৫ দিন পতি’তালয়ে ছিলাম : নিপুণ

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। আর এই সিনেমার জন্য দৌলতদিয়া ঘাটে পতি’তালয়ে পাঁচদিন থাকার পর ১৫ দিন শুটিং করেছেন বলে জানিয়েছেন নিপুণ। সাইদুল ইসলাম রানা পরিচালত ‘বীরত্ব’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর।

গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এই কথা বলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

অভিনেত্রী নিপুণ বলেন, ১৬ সেপ্টেম্বরে সাইদুল ইসলাম রানা পরিচালিত যে সিনেমাটি রিলিজ হচ্ছে এখানে আমি একজন যৌ’নকর্মীর চরিত্রে কাজ করেছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যৌ’নকর্মীদের ভোটাধিকার দিয়েছেন। আপনারা এটারই কিছু অংশ দেখতে পারবেন।

নিপুণ যৌ’নকর্মীদের বিষয়ে বলেন, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, এখন অনেক এনজিও নিয়োগ দেয়া হয়েছে। আগে তাদের সন্তানরা স্কুলে যেতে পারতো না, এখন তাদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়েছে। ঘটনামূলত এটা নিয়েই।

কাজ কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা দৌলতদিয়া ঘাটেই শুটিং করেছি। করোনার কিছুটা শেষের দিকে অক্টোবর মাসে কাজ শুরু হয়। এই চরিত্র আগে না করায় কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল। ওখানে আমাকে পাঁচদিন রাখা হয়েছিল ওদের চরিত্র আয়ত্ত্ব করার জন্য। আমি যৌনকর্মীর চরিত্রে কাজ করলেও হিউম্যান ট্রাফিংয়ের অনেক বড় ব্যাপার আছে। সমাজের এই বিষয়গুলোর বিরো’ধিতা করি আমি। পাঁচদিন থাকার পর মোট ১৫ দিন ওখানে শ্যুটিং করেছি। এটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা, এটা দেখার জন্য আপনাদের হলে আসা উচিত। আমার শুটের জন্য আলাদা কোনো সেট ছিল না, পুরো এলাকা জুড়ে শ্যুটিং হয়েছে।

ভিন্ন গল্প হিসেবে ‘বীরত্ব’ দর্শককে কতটুক টানবে, এর উত্তরে বলেন, মূল গল্প আপনারা এখনো জানেন না। গল্পে আমার একটা বাচ্চা আছে। তাকে নিয়েই কাহিনি। হলে আসলে আপনারা মূ্ল কাহিনি জানতে পারবেন। ‘বীরত্ব’ সিনেমায় নিপুণ ছাড়াও আরও অভিনয় করেছেন ইমন, নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।

চ্যানেল২৪ এর সৌজন্যে ভিডিওটি দেখুন:

Advertisement