Homeসব খবরক্রিকেট৩৫ লক্ষ টাকা খরচ করে নিজ এলাকায় মসজিদ বানিয়েছেন...

৩৫ লক্ষ টাকা খরচ করে নিজ এলাকায় মসজিদ বানিয়েছেন সাকিব আল হাসান

ধর্মপ্রাণ মসুল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানাবাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে।

সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় চলে নানা তর্ক বিতর্ক। মাঠের বাইরে অনেক সিদ্ধান্তে অনেক সময় হয়েছে নানা সমালোচনা। কিছুদিন আগেই ভারতে তার এক বন্ধুর নিমন্ত্রণ গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু একজন মুসলমান হিসেবে সাকিব কিন্তু ঠিকই পালন করে যাচ্ছেন তার দায়িত্ব ও কর্তব্য। সেই ধারাবাহিকতা থেকেই ধর্মপ্রাণ মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য নানা বাড়ী এলাকায় একটি মসজিদ তৈরি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে নিজের এলাকায় মসজিদ তৈরি করে দিয়েছেন সাকিব আল হাসান। দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, মসজিদ নির্মাণের ব্যাপারটি গণমাধ্যমে প্রকাশ পাক সেটা আমরা চাই না। এই এলাকার বাসিন্দা হিসেবে এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। এই মসজিদে ইমামতি করে আসছেন মুফতি মোহাম্মাদ আতিক উল্লাহ। তিনি বলেন, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

এ ব্যাপারে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।

Advertisement