Homeসব খবরবিনোদন৩০ সিনেমা হলে আসছেন আদর-মাহি

৩০ সিনেমা হলে আসছেন আদর-মাহি

আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। দেশজুড়ে মোট ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নিটোল প্রেমের গল্পের সিনেমাটি।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক মানিক বলেন, ‘বিশুদ্ধ প্রেমের সিনেমা এটি। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি দেখে তার মন ছুঁয়ে যাবে।’

এতে মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, ‘যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন।’

নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘এ সিনেমাতে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি পোড়ামন হবে।’

এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। দ্য অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী।

সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ। আবহ সংগীত করেছেন ইমন সাহা। নির্মিত হয়েছে ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে।

Advertisement