Homeসব খবরজেলার খবর২৫ কেজি ওজনের কোরাল ২৮ হাজারে বিক্রি!

২৫ কেজি ওজনের কোরাল ২৮ হাজারে বিক্রি!

নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। এই নদীতে জেলেদের নৌকা দিয়ে মাছ ধরা নিষেধ থাকায় তারা বড়শি দিয়ে মাছ শিকারের চেষ্টা করেন। বড়শিতে ধরা কোরাল মাছটি পরে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে প্রায় ৬ বছর যাবত নৌকা দিয়ে মাছ ধরা নিষেধ। তাই জেলেরা বড়শি দিয়ে মাছ শিকারের চেষ্টা করেন। গত কয়েকদিন ধরে নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। বিশাল আকারের এই মাছটি জেলে মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে বিক্রি করেন। তবে জেলে আবুল ফয়েজের বড়শিতে ধরা কোরাল মাছটিই সবচেয়ে বড়।

জেলে আবুল ফয়েজ বলেন, ৬ বছর যাবত নাফ নদীতে নৌকা দিয়ে মাছ ধরা নিষেধ। তাই আমরা বড়শি দিয়ে মাছ শিকার করি। আমি প্রতিদিন সকালে নদীতে বড়শি ফেলি। প্রতি ২০ মিনিট পর পর বড়শি টান দিয়ে মাছ ধরি। আজকে আমার বড়শিতে একটি বিশাল আকারের একটি কোরাল মাছ আটকে পড়ে। মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে বিক্রি করেছি। মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলাল বলেন, আমি জেলে আবুল ফয়েজের কাছ থেকে কোরাল মাছটি ২৪ হাজার টাকায় কিনে নেই। তারপর টেকনাফ পৌরসভার বাজারের ভাই ভাই ফিশিং আড়তের মালিক মোহাম্মদ আমিনের কাছে ১১০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করেছি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল খুব সুস্বাদু মাছ। এই মাছ দ্রুত বৃদ্ধি পায়। প্রজনন বৃদ্ধির জন্য নাফ নদীতে মাছ ধরা নিষেধ রয়েছে। তাই নদীতে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। পরিবেশ ভালো পেলে একেকটি মাছ ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে।

Advertisement