Homeসব খবরআন্তর্জাতিক১৫ বছর ছাগল চরিয়ে জমানো টাকায় ওমরা পালন বৃদ্ধের

১৫ বছর ছাগল চরিয়ে জমানো টাকায় ওমরা পালন বৃদ্ধের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা আব্দুল কাদির বখশ। বয়স পেরিয়েছে ৮২ বছর। স্বপ্ন ছিল ওমরা পালনের। কিন্তু অর্থের ছিল অভাব। তাই বিগত ১৫ বছর ধরে ছাগল চড়িয়ে জমিয়েছেন সেই অর্থ।

বৃদ্ধ জানান, ওমরাহ পালনের পর তার হৃদয় এখন পরিতৃপ্ত। গত রমজান মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে এক বৃদ্ধকে মদীনার পবিত্র মসজিদে নববীতে লাঠি হাতে একাকী ঘোরাফেরা করতে দেখা যায়। সাদা জোব্বা পরা এই বৃদ্ধের দৃষ্টিশক্তিও বেশ ক্ষীণ।

৮২ বছর বয়সী আব্দুল কাদির বখশের কোনো ফোন নেই। পবিত্র ওমরাহ পালন শেষে গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তানের হাবের গোথ হাজি রহিম গ্রামে নিজের বাড়িতে ফিরে এসেছেন তিনি। পরদিন আরব নিউজের সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় নিজের ভাইরাল হওয়া ভিডিওটির কথা প্রথম জানতে পারেন তিনি।

৮২ বছর বয়সী আব্দুল কাদির বলছেন, ওমরা পালনের মধ্যে দিয়ে আমার হৃদয় এখন সন্তুষ্ট। আমার ভরণ-পোষণেরও কোনো অভাব নেই, আমি সুখী। পবিত্র মক্কা এবং মদিনায় নবীর পবিত্র মাজার জিয়ারত করার যে ইচ্ছা আমার ছিল তা মঞ্জুর করা হয়েছে।

সূত্র: আরব নিউজ।

Advertisement