Homeসব খবরবিনোদনহ্যাঁ, আমি প্রেমে পড়েছি : তমা মির্জা

হ্যাঁ, আমি প্রেমে পড়েছি : তমা মির্জা

‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মীর্জা। হাতে আছে ৩টি ওয়েব ফিল্ম। সম্প্রতি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ওয়েব ফিল্মের জন্য পেয়েছেন ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১’।

এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। ছুটি শেষ করেই ব্যস্ত হয়ে পড়বেন ওয়েব সিরিজের শুটিংয়ে। কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

মনে হয় বেশ লম্বা ছুটিতেই আছেন?

বেশ লম্বা বলা যাবে না, আবার কমও না। ২০-২৫ দিনের ছুটিতে আছি। মাঝে কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই ছুটিটা খুব জরুরি ছিল। আগামী মাস থেকে আবার কাজে ব্যস্ত হয়ে পরব। হাতে বেশ কিছু ওয়েব সিরিজের শুটিং আছে।

ওয়েব ফিল্মে আপনাকে বেশি সরব দেখা যাচ্ছে…

আমার হাতে যে কয়টি ওয়েব ফিল্ম আছে, আগামী ৩ বছর শুটিং করতে পারব। খাঁচার ভিতর অচিন পাখি ও সাত নম্বর ফ্লোর প্রচার হওয়ার পর ওয়েব ফিল্মের অফার বেশি পাচ্ছি। গত ৩ মাসে আমার কাছে ২০টি ওয়েব ফিল্মের অফার এসেছে। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। এখন ওয়েব ফিল্মেই বেশি সময় দেব। কারণ, এখানে অভিনয়ের সুযোগ আছে।

২০টি ওয়েব ফিল্মের অফারের কতগুলো হাতে নিয়েছেন?

বেছে বেছে কাজ করতে চাই। মনের মতো না হলে কাজ করব না। একটু ভিন্নধর্মী, অফট্রাকের কাজ টানে বেশি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসেছি। আমার চাওয়া থাকে, দর্শক যেন আমার কাজটি নিয়ে কথা বলেন, প্রশংসা করেন, আলোচনা করেন। খাঁচার ভিতর অচিন পাখি কিংবা সাত নম্বর ফ্লোর নিয়ে অনেক আলোচনা হয়েছে।

দর্শকের প্রত্যাশা কি বেড়ে গেছে?

অবশ্যই। এটা আমি বুঝতে পারছি। দর্শক আমার কাছে ভালো কিছু চায়, ভিন্ন কিছু চায়। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা ও প্রত্যাশার কথা বলেন। এটা আমার ভালো লাগে, আমাকে ভাবায়। দর্শকদের সেই প্রত্যাশাকে মূল্য দিতে চাই।

শোবিজে গুঞ্জন চলছে, আপনি নাকি নতুন করে প্রেমে পড়ছেন?

হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। আর সেটা হলো অভিনয় আর দর্শকদের প্রেমে। এটা নিয়েই সারাজীবন থাকতে চাই। এর বাইরে যা ‘গুঞ্জন’ বলছেন সেটা গুঞ্জনই। প্রেম আছে বলেই তো গুঞ্জন আছে। প্রেম তো খারাপ না। সময় হলেই এ বিষয়ে কথা বলব।

অভিনয়-দর্শকদের পাশাপাশি নির্মাতা রায়হান রাফির প্রেমেও নাকি পড়েছেন?

দেখুন আমি আগেও বলেছি, এখনো বলছি; রাফি আমার খুব ভালো একজন বন্ধু। আমি যাদের সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই বলে কি, আমি সবার সঙ্গে প্রেম করেছি? রাফি আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে সম্পর্কটাও ভালো। হয়তো এ কারণেই মানুষে এসব কথা বলছে। এখন কে, কি বলল তা আমার জানার বিষয় না।

Advertisement