Homeসব খবরবিনোদনহেনস্তার শিকার সাংবাদিক রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার চাইলেন...

হেনস্তার শিকার সাংবাদিক রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার চাইলেন দেশের শীর্ষ তারকা শাকিব খান

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। রাস্তায় নামছেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক রোজিনা ইসলামের উপর হওয়া নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন শিল্পী, কলাকুশলী, নাট্যকার, অনুষ্ঠান নির্মাতাদের সংগঠনগুলো।

ব্যক্তিগতভাবেও তারকা শিল্পী, অভিনেতা ও সংস্কৃতিকর্মীরাও এমন ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এবার রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান। বুধবার দুপুরে শাকিব খান তার ফেসবুক ফ্যান পেজে একটি পোস্টের মাধ্যমে আলোচিত এ সাংবাদিকের জন্য ন্যায়বিচার চান।

শাকিব খান লিখেছেন, দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে! শাকিব মনে করেন, একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন।

শাকিব খান বলেন, দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।

রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার কামনা করে ‘বীর’ ছবির এই নায়ক বলেন, সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মাে. শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Advertisement