Homeসব খবরবিনোদনহুমায়ুন ফরীদির কষ্টগুলো কেউ বোঝেনি : নিশো

হুমায়ুন ফরীদির কষ্টগুলো কেউ বোঝেনি : নিশো

আমি সর্বপ্রথম ব্যক্তি হুমায়ুন ফরীদির প্রেমে মশগুল হয়েছি, পরে তার পারফর্মেন্সে মুগ্ধ হয়েছি। আমি তাকে অনুসরণ করি না, অনুকরণ করি কিছু কিছু ক্ষেত্রে। তার এটিটিউড ভাইব আমার সাথে মিলে যায়। তার সাথে আমার কনভারসেশন মিলতো, মেন্টাল কানেকশন ছিল।

তিনি বড় অভিনেতা হওয়ার পরেও তাকে পুরস্কৃত করা হয়েছে কম। তাই আমার নিজস্ব ইচ্ছা আমার সকল পুরস্কার তাকে দেই। এটা আমার এক ধরনের প্রতিবাদ। উনি যে মাপের অভিনেতা তাকে সেই উঁচুমানের চরিত্রগুলো আমরা তাকে দিতে পারিনি।

এদিকে, ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার দাপুটে অভিনেতা নিশোর। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী তমা মির্জা। জমজমাট আয়োজনে হয়ে গেল অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত।

গত মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সুড়ঙ্গ’র মহরত। মৌসুমী মৌয়ের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আফরান নিশো, রাফী, তমা মির্জা, মোস্তফা মনোয়ার। আরও ছিলেন সুড়ঙ্গ-এর দুই প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল। ২৩ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো।

অভিনেতা আফরান নিশো বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করবো। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম। সুড়ঙ্গ তেমনই। প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করি। যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি অ্যাফোর্ড অবশ্যই থাকবে। যারা সুড়ঙ্গ’তে যুক্ত আছেন আমার বিশ্বাস সবার মধ্যে হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে। সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি। মজার ছলে নিশো বলেন, বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই। শুটিং শেষে আরও ভালো অভিজ্ঞতা জানাতে পারবো।

ওটিটির বেশ কটি কাজে অভিনেত্রী হিসেবে তমা মির্জাকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। তিনি বলেন, নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।

পরিচালক রায়হান রাফী বলেন, সুড়ঙ্গের গল্প বানাতে সীমাবদ্ধতা ছিল। এটি এমন এক গল্প, যা শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। শক্তিশালী প্রযোজক দরকার হয়। আমরা প্রডিউসার বলতে যেটা বুঝি। কে অভিনেতা হবে কে অভিনেত্রী হবে কোথায় পোস্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে, তাকে কষ্ট করে বুঝতে হয় না, সে নিজেই সব বুঝে।

Advertisement