Homeসব খবরজাতীয়হাসপাতালে কমছে রোগীর চাপ, রাজধানীর করোনা হাসপাতালগুলোতে অর্ধশতাধিক আইসিইউ...

হাসপাতালে কমছে রোগীর চাপ, রাজধানীর করোনা হাসপাতালগুলোতে অর্ধশতাধিক আইসিইউ বেড খালি

গত মাসে করোনা আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়িতে ফেরায় হাসপাতালে কমছে রোগীর চাপ। রাজধানীর কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালে অর্ধশতাধিক আইসিইউ বেড খালি আছে।

এছাড়া ২ হাজার ৬৩২ বেড খালি আছে আইসোলেশন সেন্টারগুলোতে। ঢাকা মেডিকেল, মুগদা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেড়’শ থেকে ৩’শ আইসোলেশন বেড খালি আছে। কুর্মিটোলায় গেলো ২৪ ঘণ্টায় করোনা নিয়ে ভর্তি হয়েছেন নতুন ১৭ জন রোগী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। তবে এখানে কোন আইসিইউ বেড খালি নেই। তবে হাসপাতালে ভর্তি হওয়া বেশীরভাগ রোগীই বয়স্ক।

এদিকে, রাজধানীর করোনা বুথগুলোর সামনে পরীক্ষার জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে। তবে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের বেশিরভাগই আগে পজেটিভ ছিলেন।

Advertisement