Homeসব খবরজেলার খবরহাঁসের খামারে স্বপ্ন বুনছেন কলেজ পড়ুয়া পিংকি!

হাঁসের খামারে স্বপ্ন বুনছেন কলেজ পড়ুয়া পিংকি!

চট্টগ্রামের মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল হিন্দুপাড়ায় পিংকি রানী নাথ। যোগ্যাছোলার হাঁসের খামরী এমরান হোসেনের গল্প শুনে বাবার রেখে যাওয়া এবং নিজের জমানো টাকা দিয়েই গড়ে তুলেন তার স্বপ্নের হাঁসের খামার। হাঁসের খামার করে তিনি সফল হয়েছেন।

৪ মাসে ব্যবধানে বাবা মাকে হারিয়ে ছোট ভাই বোনকে নিয়ে বিপাকে পড়ে যান পিংকী রানী। ঠিক তখন মামার পরামর্শে কুমিল্লা থেকে ৪৫০টি হাঁসের বাচ্চা সংগ্রহ করে শুরু করে বাড়িতে গড়ে তোলেন হাঁসের খামার। কলেজ পড়ুয়া দুই ভাই-বোনকে সঙ্গে নিয়ে পিংকি রানী নাথের পরিশ্রমে গড়ে তোলা হাঁসের খামারকে ঘিরে তার স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে।

পিংকি রানী নাথ বলেন, কোনো ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ ছাড়াই গড়ে তুলেছেন এই হাঁসের খামার। খামার শুরু করার পর নানান প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। শুরুতেই প্রায় ১০০ হাঁসের বাচ্চা মারা গেলেও হাল ছাড়েননি। তিনি আরও বলেন, হাঁসের বাচ্চা কেনা, ঘর সংস্কার ও হাঁসের খাবার কেনায় প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছিল। হাঁসের চিকিৎসা, টীকা ও সঠিক পরামর্শ পেলে আর্থিক ব্যয় আরও কমে আসতো। ২ থেকে ৩ মাসের মধ্যেই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে।

মানিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী বলেন, পিংকি রানী নাথ একজন নারী উদ্যোক্তা। সদ্য মা-বাবাকে হারানো একটি মেয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে পিংকি তার উদাহরণ। তার সফলতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে মনে করেন তিনি।

Advertisement