Homeসব খবরক্রিকেটহতাশ লাগে যখন একটি ড্র টেস্টকে বিশাল সাফল্য হিসেবে...

হতাশ লাগে যখন একটি ড্র টেস্টকে বিশাল সাফল্য হিসেবে দেখা হয় : রাসেল ডোমিঙ্গো

আজ দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, “আমি এখানে ড্র টেস্টের জন্য আসিনি। আমরা টেস্ট হারতে চাই না, কিন্তু আমাদের মানসিকতা পাল্টানো উচিত”।

পাল্লেকেলের ক্যান্ডিতে প্রথম টেস্টে ম্যাচে ড্র করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং খালেদ মাহমুদ সুজন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ড্র করায় খুশি নন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বরং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা।

সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান কোচ বললেন, “হতাশ লাগে যখন একটি ড্র টেস্টকে বিশাল সাফল্য হিসেবে দেখা হয়। আমি এখানে ড্র টেস্টের জন্য আসিনি। আমরা টেস্ট হারতে চাই না, কিন্তু আমাদের মানসিকতা পাল্টানো উচিত। আমাদেরকে জেতার জন্য খেলতে হবে, ড্র করে খুশি হওয়া যাবে না”।

“এই দলের সঙ্গে আমি ছয়টি বা সাতটি টেস্টে আছি, আমি মনে করি আমাদের দল ও সংস্কৃতি সম্পর্কে বুঝেছি। কোথায় উন্নতির দরকার তা বুঝতে পারছি, বিশেষ করে টেস্টের মানসিকতা। এখনও অনেক দূর যেতে হবে। টেস্টে হারার ভয় আছে, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমরা না হারার জন্য খেলছি।’

Advertisement